Sunday, February 2, 2025

চাকরির পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

READ ALSO

ভারতচন্দ্র রায়গুণাকর

১। কবি ভারতচন্দ্রের উপাধি কি?
-রায়গুণাকর।
২। ভরশুট পরগনার পান্ডুয়া গ্রামের জন্মগ্রহণ করেন?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৩। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৪। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৫। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৬।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি কোন কবির রচনায় পাওয়া যায়?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৭।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এ প্রার্থনাটি করেছেন-
-ঈশ্বরী পাটনি।
৮।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি কোন কাব্যে পাওয়া যায়?
-অন্নদামঙ্গল।
৯। ‘বড়র পিরিতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ’ চরণ দুটি কার রচনা-
-ভারতচন্দ্র রায়গুণাকর।
১০। মধ্যযুগের শেষ কবি কে?
-ভারতচন্দ্র।
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
-১৭৬০ সালে।

এন্টনি ফিরিঙ্গি

১।এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
-কবিগান।
২।এন্টনি ফিরিঙ্গি কোন শতকের কবি?
-আঠার।
৩। এন্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি?
-এন্টনি হ্যান্সম্যান।
৪। এন্টনি ফিরিঙ্গি মারা যান-
-১৮৩৬ খ্রিস্টাব্দে।

 উইলিয়াম কেরি

১। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন?
-উইলিয়াম কেরি।
২। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
-উইলিয়াম কেরি।
৩। ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা?
-উইলিয়াম কেরি।
৪। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কোনটি?
-কথোপকথন।
৫। ‘ইতিহাসমালা’র লেখক কে?
-উইলিয়াম কেরি।
৬। ১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন?
-উইলিয়াম কেরি।

রামরাম বসু

১। কেরী সাহেবের মুনশি বলা হয় কাকে?
-রামরাম বসুকে।
২। বাঙালির লেখা বঙ্গক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
-রাজা প্রতাপাদিত্য চরিত্র।
৩। ‘লিপিমালা’ রচনা করেছেন-
-রামরাম বসু।
৪।’রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-
-রামরাম বসু।

 লালন সাঁই

১। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটির উৎস কি?
-লালন গীতি।
২।’খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটি কার রচনা?
-লালন ফকির।
৩। বাউল গানের বিশেষত্ব কি?
-আধ্যাত্ম্য বিষয়ক।
৪। বাউল মতের প্রতি শিক্ষিত মহল কে উৎসুক করে তোলেন কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৫। ‘আপনার ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা’ চরণ দুইটির রচয়িতা কে?
-লালন শাহ।

সবগুলো প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.