Sunday, February 2, 2025

চাকরির পরীক্ষায় আসা বিখ্যাত সাহিত্যিক নিয়ে প্রশ্ন অ উত্তর

READ ALSO

 দীনবন্ধু মিত্র

১। বাংলা ভাষায় প্রথম অর্থ- সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখন-

-দীনবন্ধু মিত্র।

২। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন?

-দীনবন্ধু মিত্র।

৩। ব্রিটিশ ভারতের নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?

-দীনবন্ধু মিত্র।

৪। ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?

-দীনবন্ধু মিত্র।

৫। ‘নীলদর্পণ’ নাটকটির বিষয়বস্তু কী?

-নীলকরদের অত্যাচার।

৬। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল?

-নীলদর্পণ।

৭। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

-ঢাকা।

৮। বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?

-ইন্ডিগো প্লানটিং মিরর।

৯। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন?

-নীলদর্পণ।

১০।’Uncle Tom’s Cabin’ -এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?

-নীলদর্পণ।

১১। ‘সধবার একাদশী’ কোন ধরনের নাটক?

-সামাজিক নাটক।

১২। ‘কমলে কামিনী’ কে রচনা করেন?

-দীনবন্ধু মিত্র।

১৩। দীনবন্ধু মিত্রের প্রহসন হলো-

-বিয়ে পাগলা বুড়ো।

১৪। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

-মাইকেল মধুসূদন দত্ত।

 সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

১। ‘পালামৌ’ ভ্রমণকাহিনী কার লেখা?

– সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

এরকম আরো সাহিত্যিকগণের বিস্তারিত দেখতে ক্লিক করুন 

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.