Sunday, February 2, 2025

দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ বিখ্যাত সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর

READ ALSO

দ্বিজেন্দ্রলাল রায়

১। ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?

-দ্বিজেন্দ্রলাল রায়।

২। ‘তারাবাই’ নাটকের লেখক কে?

-দ্বিজেন্দ্রলাল রায়।

৩। ‘তাপসী’ নাটকটি কে রচনা করেন?

-দ্বিজেন্দ্রলাল রায়।

৪। কোন চরণটি সঠিক?

-ধনধান্য পুষ্প ভরা।

৫। ‘বঙ্গ আমার, জননী আমার, দেশ আমার’-গানটির রচয়িতা কে?

-দ্বিজেন্দ্রলাল রায়।

প্রমথ চৌধুরী

১। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

-প্রমথ চৌধুরী।

২। চলিত ভাষাকে জনপ্রিয় করেন?

-প্রমথ চৌধুরী।

৩। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে?

-প্রমথ চৌধুরী।

৪। ‘চার ইয়ারির কথা’ গ্রন্থটির রচয়িতা কে?

-প্রমথ চৌধুরী।

৫। ‘বীরবলের হালখাতা’ এটি কোন ধরনের গ্রন্থ?

-প্রবন্ধ।

৬।’বীরবলের হালখাতা’ কার রচনা?

-প্রমথ চৌধুরী।

৭।’তেল-নুন-লাকড়ি’ কার রচিত গ্রন্থ?

-প্রমথ চৌধুরী।

৮। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন?

-চলিত ভাষার ব্যবহারে।

৯। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কে করেছেন?

-প্রমথ চৌধুরী।

১০। ‘ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’। উক্তিটি কে করেছেন?

-প্রমথ চৌধুরী।

১১। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না-

-প্রমথ চৌধুরী।

১২। ‘সনেট পঞ্চাশৎ’ কার লেখা?

-প্রমথ চৌধুরী।

১৩। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত

প্রথম গ্রন্থ কোনটি?

-বীরবলের হালখাতা।

১৪। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল-

-বীরবল।

১৫। চলিত রীতির প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?

-সবুজপত্র।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১। ‘অপরাজেয় কথাশিল্পী’ কার ছদ্মনাম?

– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

-দেবানন্দপুর গ্রামে।

৩। ‘অনিলা দেবী’ কার ছদ্মনাম?

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পুরস্কার কত সালে পান?

-১৯২৩ খ্রিস্টাব্দে।

৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট ডিগ্রি প্রদান করে –

-ঢাকা বিশ্ববিদ্যালয়।

৬। কত খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করে ?

– ১৯৩৬ খ্রিস্টাব্দে।

৭।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যেকর্মের জন্য খ্যাতি অর্জন করেন?

-উপন্যাস।

৮‌।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম ছোট গল্প কোনটি?

-মন্দির।

৯।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম উপন্যাস কোনটি?

-বড়দিদি।

১০। ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১১।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থেটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়?

-পথের দাবী।

১২। ‘শ্রীকান্ত’ বইটির লেখক কে?

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩।’শ্রীকান্ত’ উপন্যাসটি কয়টি খন্ডে বিভক্ত?

-৪ টি।

১৪।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

সবগুলো প্রশ্ন ও উত্তর পেতে এখানে দেখুন  

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.