Sunday, March 9, 2025

BCS/বিসিএস ও অন্যান্য চাকরীর পরীক্ষার জন্য মোতাহের হোসেন চৌধুরী,সৈয়দ মুজতবা আলী,মানিক বন্দ্যোপাধ্যায়সহ ২৯ জন সাহিত্যিকের আসা প্রশ্ন ও উত্তর একসাথে

READ ALSO

 1.মোতাহের হোসেন চৌধুরী
১। ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধটির রচয়িতা কে?
-মোতাহের হোসেন চৌধুরী।
২। মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
-বুদ্ধির মুক্তি।
৩। ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন?
-মোতাহের হোসেন চৌধুরী।
৪। ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’ উক্তিটি কোন লেখকের প্রবন্ধে পাওয়া যায়?
-মোতাহের হোসেন চৌধুরী।
2.সৈয়দ মুজতবা আলী
১। চাচা কাহিনী’র লেখক কে?
-সৈয়দ মুজতবা আলী।
২। রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত?
-সৈয়দ মুজতবা আলী।
৩। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন-
-সৈয়দ মুজতবা আলী।
৪। দেশি-বিদেশে বইটির লেখক কে?
-সৈয়দ মুজতবা আলী।
৫। ‘দেশে-বিদেশে’ কোন শ্রেণীর রচনা?
-ভ্রমণ কাহিনী।
৬। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনীর প্রাধান্য পেয়েছে?
-কাব্সাথ
৭। ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের লেখক কে?
-সৈয়দ মুজতবা আলী।
৮। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
-পঞ্চতন্ত্র।
৯। ‘পাদটীকা’ গল্পটি কে লিখেছেন?
-সৈয়দ মুজতবা আলী।
১০। ‘শবনম’ উপন্যাস কার রচনা?
-সৈয়দ মুজতবা আলী।
১১। ‘ময়ূরকণ্ঠী’ কোন ধরনের রচনা?
-সৈয়দ মুজতবা আলী।
3.প্রেমেন্দ্র মিত্র
১। প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট বিখ্যাত চরিত্র-
-ঘনাদা।
২। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতার বই-
-প্রথমা।
৩। ‘উপনয়ন’ কার রচিত উপন্যাস-
– প্রেমেন্দ্র মিত্র।
4.বন্দে আলী মিয়া
১। ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
-বন্দে আলী মিয়া।
২।’ময়নামতির চর’কোন ধরনের রচনা?
-কাব্য।
৩। কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
-পাবনা।
৪। ‘নবান্ন’ নাটক লিখেছেন-
বিজন ভট্টাচার্য।
5.নুরুল মোমেন
১। ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
– নুরুল মোমেন ।
২। ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
-নাটক।
৩। ‘নেমেসিস’ নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
-দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
6.বুদ্ধদেব বসু
১। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
-ত্রিশ দশকের।
২। তিথিডোর গ্রন্থের রচয়িতা-
-বুদ্ধদেব বসু।
৩। ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা?
-প্রবন্ধগ্রন্থ।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা  করতেন, তার নাম-
-বাসন্তিকা।
৫। সাহিত্য পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক কে ছিলেন?
-বুদ্ধদেব বসু।
৬। ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটি কার রচনা?
-বুদ্ধদেব বসু।
7.মানিক বন্দ্যোপাধ্যায়
১। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?
-মার্কসিজম।
২। প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
৩। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
-জননী।
৪। ‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
৫। পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি-
-উপন্যাস।
৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির প্রকাশকাল-
-১৯৩৬।
৭। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য হলো-
-জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ।
৮। ‘পুতুলনাচের ইতিকথা’ কার রচনা?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
৯। ‘দিবারাত্রীর কাব্য’ কার লেখা উপন্যাস?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
১০। ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটি কার রচনা?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
১১। ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
১২। ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
-মানিক বন্দ্যোপাধ্যায়।
১৩। ‘দিবারাত্রির কাব্য’ একটি-
-উপন্যাস।
১৪। ‘সমুদ্রের স্বাদ’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি-
-গল্পগ্রন্থ।
8.বিষ্ণু দে
১। কাকে মার্কসিট কবি বলা হয়?
-বিষ্ণু দে।
২। ‘সাহিত্যপত্র’ পত্রিকাটি প্রকাশক কে?
– বিষ্ণু দে।
৩। ‘ঊর্বশী ও আর্টেমিস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
-বিষ্ণু দে।
9.বেগম সুফিয়া কামাল
১। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?
-গীতিকবি।
২। বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সহসিকা’ নামে পরিচিত কোন কবি?
-বেগম সুফিয়া কামাল।
৩। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি?
-বেগম সুফিয়া কামাল।
৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন কবির?
-বেগম সুফিয়া কামাল।
৫। ‘সাঝের মায়া’ কাব্য কে রচনা করেন?
-বেগম সুফিয়া কামাল।
৬। ‘একাত্তরে ডায়েরী’ কার রচনা?
-বেগম সুফিয়া কামাল।
৭। হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, উক্তিটি কোন কবির?
-বেগম সুফিয়া কামাল।
৮। “জন্মেছি মাগো তোমার কোলেতে’ মরি যেন এ দেশে।”কবিতাংশটি কোন কবির?
-বেগম সুফিয়া কামাল।
৯।”বেগম সুফিয়া কামালের” জন্মস্থান-
-বরিশাল।
১০। ‘ঘুম থেকে জেগে উঠে কুড়িয়েছি ঝরা আম’-এই লাইনটি কোন কবির –
-বেগম সুফিয়া কামাল।
১১। শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কার লেখা?
-বেগম সুফিয়া কামাল।
   10.অদ্বৈত মল্লবর্মণ
১।অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনের রচনা?
-উপন্যাস।
২।’তিতাস একটি নদীর নাম’ কে লিখেছেন?
– অদ্বৈত মল্লবর্মণ।
11.আহসান হাবিব
১। আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি?
-বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ।
২। আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে?
-ব্যঙ্গাত্মক কবিতা।
৩। ‘মেঘ বলে চৈত্রে যাব’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
-আহসান হাবিব।
৪। ‘ছায়াহরিণ’ কাব্যটির রচয়িতা কে?
-আহসান হাবিব।
৫। ‘সারাদুপুর’ কাব্যটির রচয়িতা কে?
-আহসান হাবিব।
৬। ‘আশায় বসতি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-আহসান হাবিব।
৭। ‘দু’হাতে দুই আদিম পাথর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-আহসান হাবিব।
12.শওকত ওসমান
১। শওকত ওসমানের প্রকৃত নাম কি?
-শেখ আজিজুর রহমান।
২। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির রচয়িতা কে?
-শওকত ওসমান।
৩। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?
-শওকত ওসমান।
৪। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
-ক্রীতদাসের হাসি।
৫। ‘আমলার মামলা’ নাটকটি লিখেছেন?
-শওকত ওসমান।
৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর শওকত ওসমানের লেখা প্রথম উপন্যাস কোনটি?
-জাহান্নাম হইতে বিদায়।
৭। শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?
-১৯১৭ সালে।
৮। সকল আসমানের লেখা মুক্তিযুদ্ধের ওপর কোন উপন্যাসে শরণার্থীর বিষয়টি তুলে ধরেন?
-জাহান্নাম হইতে বিদায়।
13.ফররুখ আহমেদ
১। বাংলাদেশে ইসলামিক রেনেসাঁর কবি বলা হয় কাকে?
-ফররুখ আহমেদ।
২। ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
-সাত সাগরের মাঝি।
৩। ‘সাত শহরের মাঝি’ কাব্যগ্রন্থটির লেখক কে?
-ফররুখ আহমেদ।
৪। ‘পাঞ্জেরী’ কবিতাটি কে লিখেছেন?
-ফররুখ আহমেদ।
৫। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কার পান?
-১৯৮০ সালে।
৬। ‘মুহূর্তের কবিতা’ কাব্যগ্রন্থ কার লেখা?
-ফররুখ আহমেদ।
৭। ‘পাঞ্জেরী’ শব্দের অর্থ কি?
-আলোকবর্তিকা।
14.মুহম্মদ আব্দুল হাই
১। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
-মুহম্মল আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান।
২। ‘বিলাতে সাড়ে সাত’শ দিন’ গ্রন্থটির রচয়িতা কে?
-মুহম্মদ আব্দুল হাই ।
৩। মুহম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি?
-ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
15.সিকান্দার আবু জাফর
১। বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন?
-সিকান্দার আবু জাফর।
২। মহাকবি আলাওল নাটকটি কে রচনা করেছেন?
-সিকান্দার আবু জাফর।
16.সোমেন চন্দ্র
১। ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোট গল্পের নাম?
-সোমেন চন্দ্র ।
২। কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
-সোমেন চন্দ্র ।
17.ড. আহমদ শরীফ
১। আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি?
-সাম্প্রদায়িকতা।
২। ‘বিচিত চিন্তা’ কি জাতীয় রচনা?
-প্রবন্ধ।
৩। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
-১৯৯৯।
৪। ‘বাঙালি ও বাঙালা সাহিত্যে’ গ্রন্থের রচয়িতা হলেন-
-ড. আহমদ শরীফ।
18.ড. নীলিমা ইব্রাহিম
১। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
–   ড. নীলিমা ইব্রাহিম।
২। ‘রমনা পার্কে’ গল্পটি কে রচনা করেছেন?
-ড. নীলিমা ইব্রাহিম।
19.সৈয়দ আলী আহসান
১। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
-সৈয়দ আলী আহসান।
২। ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?
-সৈয়দ আলী আহসান।
৩। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
-সৈয়দ আলী আহসান।
৪।১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?
-সৈয়দ আলী আহসান।
20.সৈয়দ ওয়ালীউল্লাহ
১। ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
-সৈয়দ ওয়ালীউল্লাহ ।
২। ‘লালসালু’ উপন্যাসের রচনাকাল কোনটি?
-১৯৪৮ সাল।
৩। ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-
-ধর্মীয় ভন্ডামীর নিখুঁত চিত্র।
৪।Tree without roots কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
-লালসালু।
৫। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
-কাঁদো নদী কাঁদো।
৬। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-
-সৈয়দ ওয়ালীউল্লাহ।
৭। বাংলাদেশের চেতনা প্রবাহনীতির উপন্যাস কে লিখেছেন?
-সৈয়দ ওয়ালীউল্লাহ।
৮। ‘সুরঙ্গ’ নাটকটির রচয়িতা কে?
-সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯। ‘নয়নচারা’ কোন শ্রেণীর রচনা?
-গল্প।
১০। ‘নয়নচারা’ গ্রন্থটি কে রচনা করেন?
-সৈয়দ ওয়ালীউল্লাহ।
১১। ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ কোন জাতি রচনা?
-উপন্যাস।
 21.মুনীর চৌধুরী
১। বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন?
-মুনীর চৌধুরী।
২। কোন সাহিত্যিক ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বরের  বুদ্ধিজীবী?
-মুনীর চৌধুরী।
৩। ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
-মুনীর চৌধুরী।
৪। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণীর নাটক?
-ঐতিহাসিক।
৫। ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক কোন পটভূমিতে লিখিত?
-পানিপথের যুদ্ধ।
৬। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পটোভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতা কে?
-মুনির চৌধুরী।
৭। মুনির চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হল-
-১৯৫২ এর ভাষা আন্দোলন।
৮। মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?
-কবর।
৯। ‘কবর’ নাটকটি সর্বপ্রথম কোথায় অভিনীত হয়?
-ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
১০। মুনির চৌধুরী রচিত ‘মুখরা রমণী বশীকরণ’ একটি-
-অনুবাদ নাটক।
১১। ‘রুপার কৌটা’ মুনির চৌধুরীর কি ধরনের নাটক?
-অনূদিত নাটক।
১২। ‘তোমাকে দেখবো বলে যতবারই চোখ খুলতে চাইছি, ততবার এই রক্তের চাপ সব ভুলিয়ে একাকার হয়ে যাচ্ছে’ উক্তিটি কার?
-ইব্রাহিম কার্দি।
১৩।’—মাইকেল- রবীন্দ্রনাথ- নজরুল ইসলাম আমার মাতৃভাষা।’
-মুনীর চৌধুরীর।
১৪। ‘দণ্ডকারণ্য’ নাটকের রচয়িতা কে?
-মুনীর চৌধুরী।
22.রশীদ করীম
১। ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
– রশীদ করীম।
২। ‘প্রসন্ন পাষান’ উপন্যাসটি কার রচনা?
-রশীদ করীম।
23.আবু ইসহাক
১। আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?
-শরীয়তপুর।
২। ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?
– আবু ইসহাক ।
৩। ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ?
-সামাজিক উপন্যাস।
৪। জোঁক গল্পের রচয়িতা-
-আবু ইসহাক।
৫। ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
-সূর্য দীঘল বাড়ি।
৬। ‘পদ্মার পলিদ্বীপ’ কার রচনা?
-আবু ইসহাক।
24.শামসুদ্দীন আবুল কালাম
১। ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির রচয়িতা কে?
-শামসুদ্দীন আবুল কালাম।
২। ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
-উপন্যাস।
৩। ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা?
-শামসুদ্দীন আবুল কালাম।
৪। ‘পথ জানা নেই’ গল্পটি কার লেখা?
– শামসুদ্দীন আবুল কালাম।
৫।শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যকর্মের মুখ্য উপজীব্য হল-
-নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন।
25.সুকান্ত ভট্টাচার্য
১। বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
-সুকান্ত ভট্টাচার্য ।
২। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
-অনাচার ও বৈষম্যের প্রতিবাদ।
৩। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
-সুকান্ত ভট্টাচার্য।
৪। ‘রানার’ কবিতাটির রচয়িতা কে?
-সুকান্ত ভট্টাচার্য।
৫। ‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ পঙ্কক্তিটির রচয়িতা কে?
-সুকান্ত ভট্টাচার্য।
৬। কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
-১৯৪৭ সালে।
৭। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করার মাত্র-
-২১ বছর বয়সে।
৮। ১৮ বছরের বৈশিষ্ট্য নয়-
-ভীরু।
26.শহীদুল্লা কায়সার
১। ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?
-শহীদুল্লা কায়সার।
২। ‘সংশপ্তক’ কার রচনা?
-শহীদুল্লা কায়সার ।
৩। সংশপ্তক, সারেং বৌ কোন জাতীয় গ্রন্থ?
-উপন্যাস।
৪। শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লা কায়সার পেশায় কি ছিলেন?
-সাংবাদিক।
27.আনোয়ার পাশা
১। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা-
-আনোয়ার পাশা ।
২। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
-বিশ্ববিদ্যালয়।
৩। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?
-আনোয়ার পাশা।
 28.শামসুর রহমান
১। ‘পাড়াতলী’ গ্রামের জন্মগ্রহণ করেন?
-শামসুর রহমান।
২। ‘নিরলোকে দিব্যরথ’ কে লিখেছেন?
-শামসুর রহমান ।
৩। কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
-ঢাকা জেলায়।
৪। ‘দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
-শামসুর রহমান।
৫। ‘বন্দী শিবির থেকে’ এর কবি কে?
-শামসুর রহমান।
৬। ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
-শামসুর রহমান।
৭। ‘বিধ্বস্ত নীলিমা’র কবি-
-শামসুর রহমান।
৮। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-বাংলাদেশ স্বপ্ন দ্যাখে।
৯। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন?
-শামসুর রহমান।
১০। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার কবিতা?
-শামসুর রহমান।
১১। ‘অক্টোপাস’ উপন্যাস কার রচনা?
-শামসুর রহমান।
১২। ‘এলাটিং বেলাটিং’ ও ‘ধান ভাঙলে কড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
-শামসুর রহমান।
১৩। শামসুর রহমানের আত্মজীবনী-
-কালের ধূলোয় লেখা।
১৪। শামসুর রহমানের গদ্যগ্রন্থ-
-স্মৃতির শহর।
১৫। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-বন্দী শিবির থেকে।
১৬। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
-শামসুর রহমান।
১৭। ‘স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা’ কথাটি কার রচনা?
-শামসুর রহমান।
১৮। “এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক- ডাকা গ্রীষ্মের দুপুরে।”পঙক্তিগুলো কোন কবির রচনা?
-শামসুর রহমান।
১৯। ‘মেঘনা নদীর দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাব আমার পাড়াতলী গায়ে ‘ পঙক্তিটি কোন কবির ?
-শামসুর রহমান।
২০। ‘একটি ফটোগ্রাফ’ কবিতার লেখক কে?
-শামসুর রহমান।
২১। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
-পাড়াতলী।
২২। ‘মৈনাক’ ছদ্মনামে লিখতেন-
-শামসুর রহমান।
২৩। ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি কে লিখেছেন?
-শামসুর রহমান।
২৪। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি?
-কালের ধূলোয় লেখা।
২৫। শামসুর রহমান রচিত ‘ইলেক্ট্রার গান’ কবিতায় মিথের আড়ালে দ্যাতিত হয়েছে-
-পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ।
২৬। ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এর রচয়িতা কে?
-শামসুর রহমান।
29.আলাউদ্দিন আল আজাদ
১। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কে রচনা করেছেন?
-আলাউদ্দিন আল আজাদ।
২।’তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কোন ধরনের রচনা?
-উপন্যাস।
৩। ‘আলাউদ্দিন আল আজাদ’ কোন গ্রন্থের রচয়িতা?
-তেইশ নম্বর তৈলচিত্র।
৪। উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস-
-কর্ণফুলী।
৫। ‘ধানকন্যা’র লেখক কে?
-আলাউদ্দিন আল আজাদ।
৬। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
-আলাউদ্দিন আল আজাদ।
৭। ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা?
-আলাউদ্দিন আল আজাদ।
৮। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি?
-তেইশ নম্বর তৈলচিত্র।
৯। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
-স্মৃতিস্তম্ভ

সকল প্রশ্ন ও উত্তর এর পিডিএফ এখানে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

BCS/বিসিএস ও অন্যান্য চাকরীর পরীক্ষার জন্য মোতাহের হোসেন চৌধুরী,সৈয়দ মুজতবা আলী,মানিক বন্দ্যোপাধ্যায়সহ ২৯ জন সাহিত্যিকের আসা প্রশ্ন ও উত্তর একসাথে

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.