Sunday, February 2, 2025

হাসান হাফিজুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ,  জহির রায়হানসহ ২১জন সাহিত্যিক থেকে আসা প্রশ্ন ও উত্তর

READ ALSO

 ১।হাসান হাফিজুর রহমান

১। ‘একুশে ফেব্রুয়ারি’ কি ধরনের রচনা?
-কবিতা সংকলন।
২। ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
-হাসান হাফিজুর রহমান।
৩। ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র কে সম্পাদনা করেছেন?
-হাসান হাফিজুর রহমান ।
৪। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি?
-হাসান হাফিজুর রহমান।
৫। ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল?
-৮ ফাল্গুন।
৬। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?
-হাসান হাফিজুর রহমান।
৭। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়?
-একুশে ফেব্রুয়ারি।
৮। ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-হাসান হাফিজুর রহমান।

২।আবু জাফর ওবায়দুল্লাহ

১। আবু জাফর ওবাইদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-সাতনরী হার।
২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ একটি-
-কাবগ্রন্থ।
৩। ‘মাগো ওরা বলে’ কবিতাটি কার লেখা?
-আবু জাফর ওবায়দুল্লাহ।
৪।’আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কার লেখা?
-আবু জাফর ওবায়দুল্লাহ।

 ৩ জহির রায়হান

১। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির রচয়িতা কে?
-জহির রায়হান।
২। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি হল-
-একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন।
৩। ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কার রচনা?
-জহির রায়হান।
৪। ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
-জহির রায়হান।
৫। ‘সূর্যগ্রহণ’ গল্পটিকে রচনা করেছেন?
-জহির রায়হান।
৬। ‘একুশের গল্প’ প্রবন্ধটি কার রচনা?
-জহির রায়হান।
৭। ‘তপুকে আবার ফিরে পাবো, এ কথা ভুলিও ভাবিনি একদিন’ কোন গল্প থেকে নেওয়া?
-একুশের গল্প।
৮। মুক্তিযুদ্ধভিত্তিক কামনা চলচ্চিত্র Stop Genocide এর পরিচালক কে?
-জহির রায়হান।
৯। ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন?
-জহির রায়হান।
১০।Let there be light কার প্রামাণ্য চিত্র?
-জহির রায়হান।
১১। জীবন থেকে নেওয়া, স্টক জেনোসাইড, লেট দেয়ার বি লাইক, কার লেখা?
-জহির রায়হান।
১২। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
-আরেক ফাল্গুন।
১৩। ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
-উপন্যাস।

রাবেয়া খাতুন

১। ‘বায়ান্ন গলির এক গলি’ কার রচনা-
– রাবেয়া খাতুন।
২। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান-
-১৯৭৩ সালে।
৩। রাবেয়া খাতুন কোথায় জন্মগ্রহণ করেন?
-ঢাকার বিক্রমপুরে।

৫সৈয়দ শামসুল হক

১। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মূল বিষয় কি?
-মুক্তিযুদ্ধ।
২। বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
-সৈয়দ শামসুল হক।
৩। “জাগো বাহে, কোনঠে সবায়” এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি?
-সৈয়দ শামসুল হকের ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকের কদম আলী।
৪। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
-মুক্তিযুদ্ধের শেষ।
৫। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা?
-নাটক।
৬। ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক।
৭। ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক।
৮। ‘আনন্দের মৃত্যু’ উপন্যাসের রচয়িতা হলেন-
-সৈয়দ শামসুল হক।
৯। ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
-সৈয়দ শামসুল হক।
১০। ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থের রচয়িতা কে?
-সৈয়দ শামসুল হক।
১১।’পায়ের আওয়াজ পাওয়া যায়’ কি ধরনের রচনা?
-কাব্যনাট্য।
১২। ‘আমার পরিচয়’ কার লেখা?
-সৈয়দ শামসুল হক।
১৩। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমী পুরস্কার পান?
-সৈয়দ শামসুল হক।

৬আল মাহমুদ

১। ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
-আল মাহমুদ।
২। ‘লোক লোকান্তর’ কবিতাগ্রন্থটির কবি কে?
-আল মাহমুদ।
৩। ‘কালের কলস’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
–  আল মাহমুদ।
৪। ‘বখতিয়ারের ঘোড়া’ কোন শ্রেণির রচনা?
-কাব্য।
৫। ‘কালের কলস’ কোন ধরনের রচনা?
-কাব্য।
৬। ‘নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
-লোক লোকান্তর।
৭। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
-দৈনিক গণকণ্ঠ।
৮। ‘বটতলার উপন্যাস’ এর লেখক কে?
-রাজিয়া খান।

৭ শওকত আলী

১। ‘কুলায় কালস্রোত’ কার লেখা?
– শওকত আলী।
২। ‘ওয়ারিশ’ উপন্যাসের লেখক হচ্ছেন-
– শওকত আলী।
৩। ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার রচনা?
– শওকত আলী।
৪। তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
-নাঢ়াই।

৮ আনিসুজ্জামান

১। আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
-১৯৩৭ সালে।
২। ভারত সরকার ‘পদ্মভূষণ’ সম্মাননা প্রদান করেন কোন প্রাবন্ধিককে?
-আনিসুজ্জামান।
৩। ‘আমার একাত্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
-আনিসুজ্জামান।
৪। ‘স্বরূপের সন্ধানে’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা-
-আনিসুজ্জামান।
৫। ‘কাল নিরবধি’ গ্রন্থটি যার আত্মজীবনী-
-আনিসুজ্জামান।
৬। জাদুঘরকে উর্দু ভাষায় কি বলা হয়?
-আজবখানা।
৭। জাদুঘর কোন ধরনের শক্তিশালী সংগঠন?
-সাংস্কৃতিক।
৮। ‘গ্রেকো- রোমান মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
-আলেকজান্দ্রিয়া।
৯। জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন?
-আব্দুল মোনায়েম খান।

৯ হাসান আজিজুল হক

১। ‘সাবিত্রী উপাখ্যান’ উপন্যাসের রচয়িতা কে?
-হাসান আজিজুল হক।
২। ‘নামহীন গোত্রহীন’ গ্রন্থের লেখক-
-হাসান আজিজুল হক।
৩। ‘আত্নজা ও একটি করবী গাছ’ কার লেখা গল্প?
-হাসান আজিজুল হক ।
৪। ‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে?
-হাসান আজিজুল হক।
৫। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থটির কবি কে?
-শহীদ কাদরী
৬। ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?
-আব্দুল্লাহ আল মামুন।

১০ আহমদ ছফা

১। ‘আহমদ ছফা’ কোন গ্রন্থটি লিখেছেন?
-যদ্যপি আমার গুরু।
২।’গাভী বিত্তান্ত’ কে লিখেছেন?
-আহমদ ছফা।
৩।আহমদ ছফা রচিত উপন্যাস কোনটি?
-ওঙ্কার।

১১ আখতারুজ্জামান ইলিয়াস

১। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
-চিলেকোঠার সেপাই।
২। ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?
-আখতারুজ্জামান ইলিয়াস।
৩। ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
-আখতারুজ্জামান ইলিয়াস ।
৪। ‘দোজখের ওম’ গল্প গ্রন্থটি কার রচনা?
-আখতারুজ্জামান ইলিয়াস।
৫। ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার লেখা?
-আখতারুজ্জামান ইলিয়াস।
৬। ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থটি কে রচনা করেছেন?
-আখতারুজ্জামান ইলিয়াস ।

১২ আব্দুল মান্নান সৈয়দ

১। আব্দুল মান্নান সৈয়দ কোথায় জন্মগ্রহণ করেন?
-চব্বিশ পরগনা।
২। ‘মাছ সিরিজ’ কবিতাটি কার লেখা?
-আব্দুল মান্নান সৈয়দ ।
৩। ‘ক্ষুধা প্রেম আগুন’ উপন্যাসটির রচয়িতা কে?
-আব্দুল মান্নান সৈয়দ ।
৪। বাংলা সাহিত্যে ‘পরাবাস্তব’ কবি হিসেবে পরিচিত-
-আব্দুল মান্নান সৈয়দ।

 ১৩ নির্মলেন্দু গুণ

১। ‘চাষাভূষার কাব্য’ কার রচনা?
-নির্মলেন্দু গুণ ।
২। নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ-
-বাংলার মাটি বাংলার জল।
৩। ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
-নির্মলেন্দু গুণ ।
৪। সমবেত সকলের মত আমি গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, উদ্ধৃতি কোন কবির?
– নির্মলেন্দু গুণ।
৫। মুজিব- লেনিন- ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে?
-নির্মলেন্দু গুণ।
৬। ‘রাজা জয় রাজা আসে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-আবুল হাসান।

১৪ হুমায়ুন আজাদ

১। হুমায়ুন আজাদের রচনা কোনটি?
-লাল নীল দীপাবলি।
২। ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
-হুমায়ুন আজাদ।
৩। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
-হুমায়ুন আজাদ।
৪। ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
-হুমায়ুন আজাদ।

১৫সেলিনা হোসেন

১। ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
-সেলিনা হোসেন।
২। ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এর রচয়িতা কে?
-সেলিনা হোসেন।
৩। ‘নীল ময়ূরের জীবন’ উপন্যাসের রচয়িতা নাম-
-সেলিনা হোসেন।

১৬ হেলাল হাফিজ

১। হেলাল হাফিজ কোথায় জন্মগ্রহণ করেন?
-নেত্রকোনা জেলায়।
২। ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের কবি-
-হেলাল হাফিজ।
৩। ‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়’ এই স্মরণীয়  পঙক্তিটি রচনা করেছেন-
-হেলাল হাফিজ।

 ১৭ হুমায়ূন আহমেদ

১। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?
-কথাসাহিত্যিক।
২। হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায়?
-নেত্রকোনা।
৩। ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?
-হুমায়ূন আহমেদ।
৪। ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
– হুমায়ূন আহমেদ।
৫। ‘হিমু’ নাটকের রচয়িতা কে?
-হুমায়ূন আহমেদ।
৬। ‘বহুব্রীহি’ বইটির রচয়িতা কে?
-হুমায়ূন আহমেদ।
৭। ‘এইসব দিনরাত্রি’ নাটকটির লেখক-
-হুমায়ূন আহমেদ।
৮। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর প্রথম উপন্যাস-
-নন্দিত নরকে।
৯। ‘জোসনা ও জননীর গল্প’ কার লেখা?
-হুমায়ূন আহমেদ।
১০। হুমায়ূন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা?
-জোসনা ও জননীর গল্প।
১১। ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
-হুমায়ূন আহমেদ।
১২।’একাত্তরের দিনগুলি’ কার লেখা?
-হুমায়ূন আহমেদ।
১৩।’দীঘির জলে কার ছায়া গো’ এটি-
-উপন্যাস।
১৪। ‘এলেবেলে’ বইটি কার লেখা?
-হুমায়ূন আহমেদ।
১৫। ‘আগুনের পরশমনি’ গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে-
-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র।
১৬। ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
-হুমায়ূন আহমেদ।
১৭। ‘দেয়াল’ রচনাটি কার-
-হুমায়ূন আহমেদ।
১৮। ‘বাকের ভাই’ চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
-‘টিভি সিরিয়াল কোথাও কেউ নেই’ যে।
১৯। ‘দেয়াল’ কোন ধরনের উপন্যাস?
-একটি রাজনৈতিক উপন্যাস।
২০। ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
-মুক্তিযুদ্ধ।
২১। ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাসটির রচয়িতা কে?
-হুমায়ূন আহমেদ।
২২। হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে-
-বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
২৩। ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
-হুমায়ূন আহমেদ।

১৮ সেলিম আল দীন

১। নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
-সেলিম আল দীন।
২। ‘মুনতাসির ফ্যান্টাসি’ কার লেখা?
-সেলিম আল দীন।
৩। ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা কে?
-সেলিম আল দীন।
৪। বাংলাদেশের ‘গ্রাম থিয়েটার’ প্রবর্তক কে?
-সেলিম আল দীন।
৫। ‘চাকা’ গ্রন্থটির রচয়িতা-
-সেলিম আল দীন।
৬। ‘সেলিম আল দীন’ রচিত চাকা একটি-
-কথানাট্য।
৭। ‘হাতহদাই’ নাটকের রচয়িতা কে?
-সেলিম আল দীন।
৮। বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষা ধর্মী কাজ করেছেন-
-সেলিম আল দীন।
৯। ‘কীর্তনখোলা’ নাটকটির বিষয়-
-লোকায়ত জীবন- সংস্কৃতি।

১৯ জাফর ইকবাল

১। জনপ্রিয় ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সাইন্স ফিকশন হল-
-কপোট্রনিক সুখ দুখ।
২। ‘আমার বন্ধু রাশেদ’ বইটির লেখক কে?
-জাফর ইকবাল।

২০ ইমদাদুল হক মিলন

১। ইমদাদুল হক মিলন কোথায় জন্মগ্রহণ করেন?
-বিক্রমপুর।
২। ‘মর্মবেদনা’ গল্পগ্রন্থটির রচয়িতা-
–  ইমদাদুল হক মিলন।
৩। ‘নুরজাহান’ কার রচিত উপন্যাস?
-ইমদাদুল হক মিলন।
৪। ‘সারাবেলা’ কার উপন্যাস?
– ইমদাদুল হক মিলন।

২১ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

১। সত্তরের দশকের একজন কবির নাম-
– রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
২। ‘সোনালী শিশির’ কোন ধরনের রচনা?
-ছোট গল্প।
৩। ‘মানুষের মানচিত্র’ কবিতাটির রচয়িতা কে?
-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.