প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য এককথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ২০১ টি এককথায় প্রকাশ এর গুরুত্বপূর্ণ একটি শিট। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।
এককথায় প্রকাশ
১।গম্ভীর ধ্বনি-মন্দ্র।
২। ময়ূরের ডাক-কেকা।
৩। ‘নাদ’ শব্দের অর্থ কি-সিংহের ডাক।
৪। নূপুরের ধ্বনি-নিক্বণ।
৫। অব্যক্ত মধুর ধ্বনি -কলতান।
৬। বাঘের চামড়া-কৃত্তি।
৭। সাপের খোলস -নির্মোক।
৮। অলংকারের ঝংকার-শিঞ্জন।
৯। মেঘের ধ্বনি -জিমূতেন্দ্র।
১০। যা কোথাও উঁচু কোথাও নিচু-বন্ধুর।
১১। কষ্টে অতিক্রম করা যায় যা-দুরতিক্রম্য।
১২। যা সহজে অতিক্রম করা যায় না-দুরতিক্রম্য।
১৩। যা কষ্টে নিবারণ করা যায়-দুর্নিবার।
১৪। অক্ষির সমীপে-সমক্ষ।
১৫। চক্ষুর সম্মুখে সংঘটিত-চাক্ষুষ।
১৬। যার চক্ষু লজ্জা নেই-নির্লজ্জ/চশমখোর।
১৭। অনুকরণ করার ইচ্ছা-অনুচিকীর্ষা।
১৮। লাভ করার ইচ্ছা-লিপ্সা।
১৯। পাওয়ার ইচ্ছা-ঈপ্সা।
২০। যা প্রমাণ করা যায় না-অপ্রমেয়।
২১। দেখবার ইচ্ছা-দিদৃক্ষা।
২২। যা চেটে খেতে হয়-লেহ্য।
২৩। যা বলা হবে-বক্তব্য।
২৪। যা চুষে খাওয়া যায়-চুষ্য।
২৫। যা বলা উচিত নয়-অকথ্য।
২৬। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন-গোধূলি।
২৭। দিন ও রাতের সন্ধিক্ষণ-গোধূলি।
২৮। যিনি ভালো ব্যাকরণ জানেন-বৈয়াকরণ।
২৯। যে প্রবীণ নয়-নবীন।
৩০। ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি/যিনি ইতিহাস জানেন-ইতিহাসবেত্তা।
৩১। উপকারীর অপকার করে যে-কৃতঘ্ন।
৩২। তিন মোহনার মিলন যেখানে-ত্রিমোহনা।
৩৩। বাহুতে ভর করে চলে যে-ভুজঙ্গ।
৩৪। যে মেয়ের বিয়ে হয়নি-অনূঢ়া।
৩৫। মুক্তি পেতে ইচ্ছুক-মুমুক্ষু।
৩৬। যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই-ভূমিহীন চাষী।
৩৭। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে-হাতুড়ে।
৩৮। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-শ্বাপদসংকুল।
৩৯। আকাশ ও পৃথিবীর অন্তরালকে-ক্রন্দসী।
৪০। জ্ঞানপাপী-স্বজ্ঞানে অন্যায় করে যে।
৪১। কি করতে হবে ভেবে পায় না-কিংকর্তব্যবিমূঢ়।
৪২। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের-মরণোত্তর জাতক।
৪৩। একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-ওষধি।
৪৪। ফল পাকলে যে গাছ মারা যায়-ওষধি।
৪৫। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না-বনস্পতি।
৪৬। একই সময়ে-যুগপৎ।
৪৭। একই সময় বর্তমান-সমসাময়িক।
৪৮। যে রমণী/ নারীর স্বামী বিদেশে থাকে-প্রোষিতভর্তৃকা।
৪৯। পরকে প্রতিপালন করে যে-পরভৃৎ।
৫০। যে স্ত্রীলোক/ নারী প্রিয় কথা বলে-প্রিয়ংবদা।
৫১। যে নারীর স্বামী প্রবাসে থাকে-প্রোষিতপত্নীক।
৫২। উপস্থিত বুদ্ধি আছে যার-প্রত্যুৎপন্নমতি।
৫৩। কর্ম সম্পাদনে পরিশ্রমী -কর্মঠ।
৫৪। অতিশয় দক্ষ -কর্মঠ।
৫৫। রচনার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পান্ডুলিপি লিপিবদ্ধ করতেন-লিপিকার।
৫৬। পঙ্কে জন্মে যা-পঙ্কজ।
৫৭। পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার-জাতিস্মর।
৫৮। কর্মে যাহার ক্লান্তি নাই-অক্লান্তকর্মী।
৫৯। যা বপন করা হইয়াছে-উপ্ত।
৬০। যা অবশ্যই ঘটবে-অবশ্যম্ভাবী।
৬১। যা আঘাত পায়নি-অনাহত।
৬২। যার কিছু নাই-হৃতসর্বস্ব।
৬৩। হা ধুইবার জল-পাদ্য।
৬৪। সূর্যও যে নারীর মুখ দেখতে পারেনা-অসূর্যস্পশ্যা।
৬৫। যে নারীর সন্তান বাঁচে না-মৃতবৎসা।
৬৬। যার স্ত্রী মারা গিয়েছে-বিপত্নীক।
৬৭। যে নারীর পতি নেই, পত্রও নেই-অবীরা।
৬৮। যা ভবিষ্যতে ঘটবে -ভবিতব্য।
৬৯। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে-অবিমৃষ্যকারী।
৭০। ইন্দ্রিয়কে জয় করেছে যে-জিতেন্দ্রিয়।
৭১। অগ্র -পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-অবিমৃষ্যকারী।
৭২। জয়ের জন্য যে উৎসব-জয়ন্তী।
৭৩। ডায়মন্ড জুবিলি -৬০ বছর।
৭৪। এক থেকে শুরু করে ক্রমাগত-একাদিক্রমে।
৭৫। ৬০ বছর পূর্ণ হওয়া উৎসবকে কি বলে -হীরক জয়ন্তী।
৭৬। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়-৫০ বছর।
৭৭। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -প্রত্যুদগমণ।
৭৮। শোনা যায় এমন-শ্রুতিগ্রাহ্য।
৭৯। যে শুনেই মনে রাখতে পারে-শ্রুতিধর।
৮০। যিনি বক্তৃতা দানে পটু-বাগ্মী।
৮১। যার দুই হাত সমান চলে-সব্যসাচী।
৮২। যে সকল অত্যাচারই সরে যায়-সর্বংসহা।
৮৩। সাপের খোলস-নির্মোক।
৮৪। যার বাসস্থান নেই-অনিকেত।
৮৫। যা লাফিয়ে চলে-প্লবগ।
৮৬। গণনার যোগ্য নয় যা-নগণ্য।
৮৭। যা নিন্দার যোগ্য নয়-অনিন্দ্য।
৮৮। রাত্রির শেষ ভাগ-পররাত্র।
৮৯। কোনভাবেই যা নিবারণ করা যায় না-অনিবার্য।
৯০। যা অধ্যায়ন করা হয়েছে-অধীত।
৯১। যা কষ্টে জয় করা যায়-দুর্জয়।
৯২। যিনি অধিক কথা বলেন না-মিতভাষী।
৯৩। নষ্ট হওয়া স্বভাব নয় যার-অবিনশ্বর।
৯৪। যা পূর্বে ছিল এখন নেই-ভূতপূর্ব।
৯৫।খেয়া পার করে যে-পাটনি।
৯৬। যে পুরুষের এ যাবৎ দাঁড়ি গোঁফ গজায়নি-আজাতশ্মশ্রু।
৯৭। যা চিরস্থায়ী নয়-নশ্বর।
৯৮। অকালে যাকে জাগরণ করা হয়-অকালবোধন।
৯৯। যার আগমনের কোনো তিথি নেই-অতিথি।
১০০। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-মাধুকরি।
১০১। উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ।
১০২। জানবার ইচ্ছা-জিজ্ঞাসা।
১০৩। গোপন করার ইচ্ছা -জুগুপ্সা।
১০৪। ভোজন করার ইচ্ছা-বুভুক্ষা।
১০৫। হনন করার ইচ্ছা-জিঘাংসা।
১০৬। বিশ্বজনের হিতকর-বিশ্বজনীন।
১০৭। সর্বজনের হিতকর/সকলের জন্য প্রযোজ্য-সর্বজনীন।
১০৮। যা নিবারণ করা যায় না-অনিবারিত।
১০৯। যা বলা হয়নি-অনুক্ত।
১১০। যা দীপ্তি পাচ্ছে-দেদীপ্যমান।
১১১। দীপ্তি পাচ্ছে এমন-দীপ্যমান।
১১২। যার কোন উপায় নেই-নিরুপায়।
১১৩। যে উপকারি উপকার স্বীকার করে-কৃতজ্ঞ।
১১৪। যে বিষয়ে কোন বিতর্ক নেই-অবিসংবাদী।
১১৫। যা দমন করা যায় না-অদম্য।
১১৬। আপনাকে পন্ডিত মনে করে যে-পন্ডিতম্মন্য।
১১৭। ইহলোকে যা সামান্য নয়-অলোকসামান্য।
১১৮। স্থায়ী ঠিকানা নিয়ে যার-উদ্বাস্তু।
১১৯। যে বাস্তু থেকে উৎখাত হয়েছে-উদ্বাস্তু।
১২০। ক্ষমার যোগ্য-ক্ষমার্হ।
১২১। যে ভূমিতে ফসল জন্মায় না-ঊষর।
১২২। মৃত্তিকা দিয়ে তৈরি-মৃম্ময়।
১২৩। শত্রুকে দমন করে যে -অরিন্দম।
১২৪। যারা আকার কুৎসিত-কদাকার।
১২৫। হাতির বাসস্থান-গজগৃহ।
১২৬। দ্বারে থাকে যে-দৌবারিক।
১২৭। যা হবে-ভাবি।
১২৮। কথায় বর্ণনা করা যায় না যা-অবর্ণনীয়।
১২৯। মর্মকে পীড়া দেয় যা-মর্মন্তুদ।
১৩০। মৃত্যুর মত অবস্থা যার-মুমূর্ষু।
১৩১। সমুদ্র হতে হিমাচল পর্যন্ত-আসমুদ্রহিমাচল।
১৩২। বেলাকে অতিক্রান্ত-উদ্বেল।
১৩৩। বৃষ্টির পানি-শীকর।
১৩৪। অনেকের মধ্যে একজন-অন্যতম।
১৩৫। অন্য ভাষায় রূপান্তরিত-অনূদিত।
১৩৬। যে বিষয়ে মতভেদ নেই এমন-ঐকমত্য।
১৩৭। পথ চলার খরচ-পাথেয়।
১৩৮। যার জ্যোতি বেশি ক্ষণস্থায়ী হয় না-ক্ষণপ্রভা।
১৩৯। হরণ করার ইচ্ছা-জিহীর্ষা।
১৪০। যে বহু বিষয় জানে-বহুজ্ঞ।
১৪১। ছন্দ নিপুণ যিনি -ছান্দসিক।
১৪২। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে -যাযাবর।
১৪৩। যা লাফিয়ে চলে-প্লবগ।
১৪৪। পাঁচ সেরের সমাহার -পশুরী।
১৪৫। যার জিহ্বা লকলক করে – লেলিহান।
১৪৬। যা জল দেয়- জলদ।
১৪৭। যে পুরুষ বিয়ে করেছে-কৃতদার।
১৪৮। যা ভাষায় প্রকাশ করা যায় না-অনির্বাচনীয়।
১৪৯। যার শুভক্ষণে জন্ম-ক্ষণজন্মা।
১৫০। যার অন্য উপায় নেই-অনন্যাপায়।
১৫১। বহু দেখেছে যে-ভূয়োদর্শী।
১৫২। দুইয়ের মধ্যে একটি-অন্যতর।
১৫৩। বীর সন্তান প্রসব করে নারী-বীরপ্রসূ।
১৫৪। বেঁচে থাকার ইচ্ছা-জিজীবিষা।
১৫৫। অন্যের রচনা থেকে চুরি-কুম্ভিলকবৃত্তি।
১৫৬। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে-প্রোষিতভর্তৃকা।
১৫৭। ইতিহাস রচনা করেন যিনি-ঐতিহাসিক।
১৫৮। জন্মহীন- মৃত্যুহীন-অজ।
১৫৯। কষ্টে লাভ হয় যা-দুর্লভ।
১৬০। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-শ্বাপদসংকুল।
১৬১। যা উচ্চারণ করা যায় না-অনুচ্চার্য।
১৬২। বিনা যত্নে উৎপন্ন হয় যা-অযত্নসম্ভূত।
১৬৩। গবাদি পশুর পাল-বাথান।
১৬৪। যা স্থায়ী নয়-অস্থায়ী।
১৬৫। দুবার জন্মে যা-দ্বিজ।
১৬৬। প্রবেশ করার ইচ্ছা-বিবিক্ষা।
১৬৭। পৃথিবী ও স্বর্গ-রোদসী।
১৬৮। যে নারীর হাসি সুন্দর-সুস্মিতা।
১৬৯। উপস্থিত বুদ্ধি আছে যার-প্রত্যুৎপন্নমতি।
১৭০। রাত্রিকালীন যুদ্ধ-সৌপ্তিক।
১৭১। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে-পরিবেদন।
১৭২। দিন ও রাত্রির সন্ধিক্ষণ-গোধূলি।
১৭৩। অক্ষির সমীপে-সমক্ষ।
১৭৪। অনেক অভিজ্ঞতা আছে যার-অভিজ্ঞ।
১৭৫। যে আপনার রং লুকায়-বর্ণচোরা।
১৭৬। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল-অন্যপূর্বা।
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য এককথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ২০১ টি এককথায় প্রকাশ এর গুরুত্বপূর্ণ একটি শিট। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।
১৭৭। যা পূর্বে দেখা যায়নি-অদৃষ্টপূর্ব।
১৭৮। যা দমন করা কষ্টকর-দুর্দমনীয়।
১৭৯। যা বারবার দুলছে-দোদুল্যমান।
১৮০। যার স্বামী, পুত্র নেই-অবীরা।
১৮১। কনুই থেকে কব্জি পর্যন্ত-রত্নি।
১৮২। আদরের সাথে-সাদরে।
১৮৩। বুকে ভর দিয়ে চলে যে-উরগ।
১৮৪। যে নারীর সন্তান জন্মে মারা যায়-মৃতবৎসা।
১৮৫। শোক দূর হয়েছে যার-বীতশোক।
১৮৬। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ-মেঘমেদুর।
১৮৭। যা দমন করা কষ্টকর-দুর্দমনীয়।
১৮৮। যার বসন আলগা-অসংবৃত।
১৮৯। যার তুলনা নাই-অতুলনীয়।
১৯০। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-দুস্তর।
১৯১। যিনি নৌকা চালান-জেলে।
১৯২। পরের অন্যে যে বেঁচে থাকে-পরান্নজীবী।
১৯৩। ক্ষমা করার ইচ্ছা-তিতিক্ষা।
১৯৪। যিনি বিদ্যা লাভ করিয়াছেন-কৃতবিদ্য।
১৯৫। ঈষৎ আমিষ গন্ধ যার-আষটে।
১৯৬। যিনি ন্যায়শ্বাস্ত্র জানেন-নৈয়ায়িক।
১৯৭। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন-অসমীক্ষিত।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে