Sunday, March 9, 2025

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ উত্তরসহ।

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ :

যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। এটি প্রধানত দুই প্রকার। যথা : অযৌন ও যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয় তাই অযৌন জনন। এটি প্রধানত দুই ধরনের। যথা : স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন।
স্পোর উৎপাদন : প্রধানত নিম্নশ্রেণির উদ্ভিদে দেহকোষ পরিবর্তিত হয়ে স্পোর বা অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি হয় যাকে অণুবীজথলি বলে। এই থলির বাইরেও বহিঃঅণুবীজ থাকতে পারে। এই স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি হয়ে থাকে।
অঙ্গজ জনন : কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এটি দুই প্রকার যথা : ১. প্রাকৃতিক অঙ্গজ জনন; ২. কৃত্রিম অঙ্গজ জনন।
প্রাকৃতিক অঙ্গজ জনন : বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই এ ধরনের জনন দেখা যায়। যেমন- দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে (টিউবার, রাইজোম, কন্দ বা বাল্ব, স্টোলন, অফসেট, বুলবিল ও পাতার মাধ্যমে।

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

৬. কোনটি যৌগিক ফল?
ক আতা
খ শরীফা
গ আঙ্গুর
● আনারস
৭. নিচের কোনটি রসাল ফল?
● আম
খ আতা
গ শিম
ঘ ঢেঁড়স
৮. একটি আদর্শ ফুলের কয়টি অংশ?
ক ২টি
খ ৩টি
● ৫টি
ঘ ৭টি
৯. কোনটি রূপান্তরিত কা-ের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায়?
● আলু
খ পটল
গ পেয়ারা
ঘ ওলকচু
১০. প্রাণী-পরাগী ফুল নিচের কোনটি?
ক গম
খ তাল
গ ধান
● শিমুল

৮ম শ্রেণি প্রথম অধ্যায়  MCQ/short Answer দেখতে ক্লিক করুন

১১. কোন উদ্ভিদে অফসেট দেখা যায়?
ক কচু
খ পুদিনা
গ পিঁয়াজ
● কচুরিপানা
১২. একটি ফুলের পুষ্পাক্ষ, দল, পুংকেশর ও গর্ভকেশর আছে কিন্তু বৃন্ত নাই, ফুলটি কোন ধরনের?
ক সম্পূর্ণ
খ অসম্পূর্ণ
● অবৃন্তক
ঘ প্রাণিপরাগী
১৩. কোন উদ্ভিদে পরপরাগায়ন ঘটে?
ক সরিষা
খ কুমড়া
● পেঁপে
ঘ ধুতুরা
১৪. পিঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাণ্ড?
● কন্দ
খ টিউবার
গ রাইজোম
ঘ স্টোলন
১৫. মৃৎগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটিতে?
● ধান
খ কুমড়া
গ শিম
ঘ তেতুল
১৬. নিচের কোনটি কন্দ?
ক কচু
খ পুদিনা
● রসুন
ঘ কচুরিপানা
১৭. নিচের কোনটির মধ্যে বায়ুপরাগী ফুলের অভিযোজন ঘটে?
● ধান
খ জবা
গ কুমড়া
ঘ সরিষা
১৮. মৃৎগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটির মধ্যে?
ক কুমড়া
খ রেড়ি
গ তেঁতুল
● ছোলা
১৯. নিচের কোনটিতে পর-পরাগায়ন ঘটে?
ক সরিষা
খ ধুতুরা
● শিমুল
ঘ কুমড়া
২০. কোনটি গুচ্ছফল?
ক কলা
● আতা
গ কাঁঠাল
ঘ আনারস

৮ম শ্রেণি ২য় অধ্যায়  MCQ/short Answer দেখতে ক্লিক করুন

২১. পাথরকুচি কিসের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
● পাতা
খ কা-
গ মূল
ঘ শাখা
২২. কোনটি গুচ্ছ ফল?
ক আম
● চম্পা
গ কাঁঠাল
ঘ আনারস
২৩. গর্ভমু- আঁঠাল, শাখান্বিত, ফুল বর্ণ ও গন্ধহীন। এই বৈশিষ্ট্যগুলো কোন ফুলে বিদ্যামান?
ক জরা
● ধান
গ শিমুল
ঘ সরিষা
২৪. কোনটি স্টোলনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
ক আদা
খ আলু
গ রসুন
● পুদিনা
২৫. পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোন উদ্ভিদ?
ক আলু
খ গোলাপ
● পাথরকুচি
ঘ লিচু
২৬. বাতাসের মাধ্যমে কোনটির পরাগায়ন হয়?
● ধান
খ সরিষা
গ শিমুল
ঘ কুমড়া
২৭. বীজত্বকের বাইরের স্তরকে কী বলে?
ক টেগমেন
খ বহিঃত্বক
● টেস্টা
ঘ ত্বক
২৮. টিউবার প্রকৃতির উদ্ভিদ কোনটি?
ক আদা
● আলু
গ কচু
ঘ কচুরিপানা
২৯. কোনটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে?
ক বৃন্ত
খ বৃতি
গ দলমণ্ডল
● পুংস্তবক

৮ম শ্রেণি ৩য় অধ্যায়  MCQ/short Answer দেখতে ক্লিক করুন

৩১. ফল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত কী?
ক ফুল
খ প্রজনন
● পরাগায়ন
ঘ অঙ্কুরোদগম
৩২. চবহরপরষষরঁস কোনটির মাধ্যমে বংশবৃদ্ধি করে?
ক স্পোর
খ সাকার
গ টিউবার
● কনিডিয়া
৩৩. নিষেকের পর বীজে পরিণত হয় কোনটি?
ক গর্ভাশয়
খ বৃতি
● ডিম্বক
ঘ গর্ভমু-
৩৪. ভ্রƒণমূলের উপরের অংশকে কী বলে?
ক টেস্টা
খ টেগমেন
গ এপিকোটাইল
● হাইপোকোটাইল
৩৫. কোনটি রূপান্তরিত কাণ্ড?
ক মিষ্টি আলু
খ কাকরোল
● পিঁয়াজ
ঘ পটল
৩৬. যৌগিক ফল কোনটি?
● আনারস
খ নয়নতারা
গ ঢেঁড়স
ঘ চালতা
৩৭. কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?
ক কচু
● পটল
গ ফণিমনসা
ঘ চুপড়ি আলু
৩৮. কোন উদ্ভিদে রাইজোম দেখা যায়?
ক আম
খ জাম
● আদা
ঘ আলু
৩৯. প্রজনন প্রধানত কত প্রকারের হয়?
● ২
খ ৩
গ ৫
ঘ ৭
৪০. কোনটি অপ্রকৃত ফল?
ক জাম
খ আম
● আপেল
ঘ কাঁঠাল
৪১. ফুলের গর্ভাশয় পরিপুষ্ট হওয়ার জন্য অপরিহার্য হলো-
i. ফুলের পরাগায়ন
ii. ফুলের নিষেক
iii. বীজের বিস্তরণ
নিচের কোনটি সঠিক?
●i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪২. কচুর শাখা কা- পরিবর্তিত হয় কেন?
ক খাদ্য গ্রহণের জন্য
খ চলাচলের জন্য
গ অক্সিজেন ত্যাগের জন্য
● জননের জন্য
৫৩. উদ্ভিদের অযৌন প্রজননের মাধ্যম কোনটি? (অনুধাবন)
ক গ্যামেট
খ পুং গ্যামেট
গ স্ত্রী গ্যামেট
● অণুবীজ
৫৪. স্পোর উৎপাদন দ্বারা কোন প্রজনন ঘটে? (জ্ঞান)
ক যৌন
● অযৌন
গ অঙ্গজ
ঘ কৃত্রিম
৫৫. রাইজোম কী? (অনুধাবন)
● রূপান্তরিত কা-
খ পরিবর্তিত মূল
গ রূপান্তরিত পাতা
ঘ পরিবর্তিত পর্ণকা-
৫৬. পুদিনার অঙ্গজ প্রজনন হয় কিসের দ্বারা? (জ্ঞান)
ক টিউবার
খ অফসেট
● স্টোলন
ঘ কন্দ
৫৭. বুলবিল কী? (অনুধাবন)
ক মুকুল
● কাক্ষিক মুকুল
গ মূল
ঘ পাতা
৫৮. কৃত্রিম অঙ্গজ প্রজনন করা যায় কোনটির দ্বারা? (অনুধাবন)
ক টিউবার
খ স্টোলন
● কলম
ঘ বুলবিল
৫৯. কলম পদ্ধতির দ্বারা প্রজনন কোনটি? (অনুধাবন)
● কৃত্রিম অঙ্গজ
খ অঙ্গজ
গ অযৌন
ঘ যৌন
৬০. কলমের সাহায্যে উদ্ভিদের জনন কোন প্রকারের? (অনুধাবন)
ক অঙ্গজ
খ অযৌন
গ যৌন
● কৃত্রিম অঙ্গজ
৬১. ছত্রাক জাতীয় উদ্ভিদ বংশবৃদ্ধি করে কী দ্বারা? (প্রয়োগ)
ক গ্যামেট
খ স্টোলন
● অণুবীজ
ঘ কনিডিয়া
৬২. কোন ধরনের প্রজননে জনন কোষ উৎপন্ন হয়? (অনুধাবন)
ক অঙ্গজ
● যৌন
গ অযৌন
ঘ স্পোর উৎপাদন
৬৩. কোন ধরনের প্রজনন জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয়? (অনুধাবন)
ক যৌন
● অযৌন
গ কৃত্রিম
ঘ স্বপরাগায়ন
৬৪. কোন ধরনের প্রজননের দ্বারা উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন হয়? (অনুধাবন)
ক যৌন
খ অযৌন
● অঙ্গজ
ঘ নিষেক
৬৫. আলু, আদা ও পিঁয়াজের বংশ বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? (জ্ঞান)
● কা-
খ স্টোলন
গ খ-ায়ন
ঘ মূল
৬৬. স্টোলন কী? (প্রয়োগ)
ক শীর্ষমুকুল
● শাখা কা
– গ কাক্ষিক মুকুল
– ঘ কুঁড়ি
৬৭. কীভাবে ভালো জাতের জাম গাছ থেকে দ্রুত ফল পাওয়া যেতে পারে? (প্রয়োগ)
ক যৌন প্রজনন দ্বারা
খ অঙ্গজ প্রজনন দ্বারা
● কৃত্রিম অঙ্গজ প্রজনন দ্বারা
ঘ প্রাকৃতিক অঙ্গজ প্রজনন দ্বারা
৬৮. বুলবিল সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
ক চুপড়ি আলু
● ফণিমনসা
গ স্পাইরোগাইরা
ঘ মিউকর
৬৯. স্টোলনের কাজ হলো –
ক উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটানো
খ বংশ রক্ষা করা
গ যৌন জননে অংশগ্রহণ
● জননে সাহায্য করা
৭০. নিচের কোনটিতে পর্বসন্ধি থাকে?
ক আলু
● আদা
গ কচু
ঘ পুদিনা
৭১. স্পোর উৎপাদনকারী উদ্ভিদ- (অনুধাবন)
i. গঁপড়ৎ
ii. চবহরপরষষরঁস
iii. ঝঢ়রৎড়মুৎধ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৭২. আলু লাগানোর সময় জমিতে রোপণ করা হয়- (অনুধাবন)
i. সম্পূর্ণ আলু
ii. কুঁড়িসহ ছোট টুকরা করে
iii. অর্ধেক টুকরা করে
নিচের কোনটি সঠিক?
ক i
● ii
গ iii
ঘ i ও ii
৭৩. স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে –
i. দেহের খ-ায়নে
ii. মূলের মাধ্যমে
iii. রূপান্তরিত কা-ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii  ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদের আলোকে ৭৪ ও ৭৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সারওয়ার তার এক প্রতিবেশীর বাড়ি থেকে সজিনা গাছের একটা ডাল কেটে এনে নিজের বাড়িতে লাগালেন। ডাল থেকে গাছ হলে পরের বছরই ফলন পেলেন।
৭৪. এখানে ঘটেছে- (প্রয়োগ)
i. যৌন প্রজনন
ii. অযৌন প্রজনন
iii. কৃত্রিম অঙ্গজ প্রজনন
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
গ i ও ii
● ii ও iii
৭৫. জনাব সারওয়ারের উদ্দেশ্য ছিল কী? (উচ্চতর দক্ষতা)
ক সুস্বাদু সজিনা পাওয়া
● মাতৃগুণসম্পন্ন এবং দ্রুত সজিনা পাওয়া
গ নতুন ধরনের সজিনা পাওয়া
ঘ সজিনা কাঠ পাওয়া

 

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

READ ALSO

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ উত্তরসহ।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.