Saturday, April 5, 2025

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১ আসা সকল প্রশ্ন 

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১ আসা সকল প্রশ্ন

খাদ্য অধিদপ্তর (সহকারী উপখাদ্য পরিদর্শক)

১. কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রী-বাচক শব্দ? -জেলেনী
২. কোনটি ‘পর্বত’-এর সমার্থক  শব্দ নয়? -অবনী
৩. কোন বানানগুচ্ছে সঠিক? —-মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
৪. শুদ্ধ বানান কোনটি? —–আনুষঙ্গিক
৫. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? -সবুজপত্র
৬. ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’- বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি? —-কর্মে শূন্য
৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত্য বা মধবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলা হয়? —সম্প্রকর্ষ
৮. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা? —-মাত্রাবৃত্ত
৯. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস কোনটি? —নেকড়ে অরণ্য
১০. কোনটি খাঁটি বাংলা শব্দ? —–ঢেঁকি
১১. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মহর্তের রূপায়ণ? ——ছোটগল্প
১২. Dialect-এর পরিভাষা কোনটি? —–উপভাষা
১৩. ‘প্রাতরাশ’-এর সন্ধি বিচ্ছেদ কী? —–প্রাতঃ + আশ
১৪. ‘লুঙ্গি’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে? —–বর্মি
১৫. ‘রজ্জুতে সর্বজ্ঞান’ বাগধারাটির অর্থ কী? —-বিভ্রম
১৬. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে? —-লালন শাহ
১৭. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? —–তৃতীয়া
১৮. কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? —–শব্দের অর্থ সম্প্রসারণ
১৯. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? —–প্রমথ চৌধুরী
২০. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? —–বীরাঙ্গনা
২১. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী? —–শোক
২২. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? ——বরিশাল
২৩. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? -ঘটকের গাড়ি
২৪. ‘যে নারী প্রিয় কথা বলে’- এক কথায় প্রকাশ করুন —–প্রিয়ংবদা
২৫. ছড়া কোন ছন্দে রচিত হয়? —–স্বরবৃত্ত
২৬. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? —-বিশেষ্য ও বিশেষ্য
২৭. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?—–হুমায়ুন কবির
২৯. ‘ছোটটি কোথায়?’ বাক্যে ছোট শব্দের শেষে ‘টি’ এর ব্যাকরণিক পরিচয় কী? —–পদাশ্রিত নির্দেশক
৩০. হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়? ——থামার প্রয়োজন নেই
৩১. ‘শোনো একটি মুজিবুরের কন্ঠস্বরের ধ্বনি’ গানটির রচয়িতা কে? —–গৌরিপ্রসন্ন মজুমদার
৩২. মুজিব-লেলিন-ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? —–নির্মলেন্দু গুণ

খাদ্য অধিদপ্তর (উপখাদ্য পরিদর্শক)

১. ব্রজবুলি’ বলতে কী বোঝানো হয়?  -একরকম কৃত্রিম কবিভাষা
২. যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন’ কোন ধরনের বাক্য? —-মিশ্র
৩. বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? ——২১
৪. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?—-অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৫. কোনটি সঠিক বানান? —–নিশীথিনী
৬. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? —–প্রমথ চৌধুরী
৭. ‘নিষ্কার’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? —-নিঃ + কার
৮. ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ তাকে এক কথায় কী বলে? —–অন্যপূর্বা
৯. নিত্য মূর্ধন্য- য কোন শব্দের বর্তমান? ——-আষাঢ়
১০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? —–৮টি
১১. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? ——বরিশালে
১২. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? ——-উপভোগ
১৩. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? ——-জলধি
১৪. ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী? ——-ভীষণ গন্ডগোল
১৫. ‘ধৃষ্ট’-এর বিপরীত শব্দ কোনটি? —–বিনয়ী
১৬. ‘ঢেউ’-এর প্রতিশব্দ কোনটি? ——বীচি, উর্মি
১৭. ‘Corrigendum’ শব্দের বাংলা পরিভাষা কী? —–শুদ্ধিপত্র
১৮. ‘Ab initio’-এর বাংলা পরিভাষা কী? ——প্রারম্ভেই
১৯. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? ——সংস্কৃত
২০. ‘চাচা কাহিনী’-এর লেখক কে? ——সৈয়দ মুজতবা আলী
২১. ‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে কাব্য-এর কারক বিভক্তি কোনটি? ——কর্মে শূন্য
২২. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? ——-দিকদর্শন
২৩. ‘নীল অপরাজিতা’- উপন্যাসটির রচয়িতা কে?  ——হুমায়ূন আহমেদ
২৪. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো? ——অন্ত্যমিল নেই
২৫. ‘প্রাণভয়’ কোন সমাস? ——-মধ্যপদলোপী কর্মধারয়
২৬. কোন বাক্যটি শুদ্ধ? ——-তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
২৭. ‘Charity begins at home’- উক্তিটির অর্থ কী? ——-ঘর থেকে যাত্রা কর
২৮. কোন শব্দের ণ-ত্ব বিধান অনুসারে ‘ন’-এর ব্যবহার হয়েছে?  ——নিক্কন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিসংখ্যান সহকারী)

১. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? —–পিশাচ> পিচাশ
২. ‘বিশ্বজ্জন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ——বিদ্বৎ + জন
৩. কোনটি গ্রিক শব্দ নয়? ——–সুড়ঙ্গ, ডেঙ্গু
৪. কোনটি পদায়ক দ্বিরুক্তির উদাহরণ? ———দিন দিন
৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? ——–দ্বন্দ্ব সমাস
৬. কোনটি তৎসম উপসর্গ অন্তর্ভুক্ত নয়। কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত?—- স
৭. ‘চিন্তা করো না, কালই আসছি’- বাক্যটি কোন বাক্যের? ——ঘটমান বর্তমানকাল
৮. ‘মেঘে বৃষ্টি হয়’- কোন কারকে কোন বিভক্তি? —-অপাদানে সপ্তমী
৯. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? —-অভিপ্রায়
১০. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি? —–কাঁচা সোনা
১১. কোন বানান শুদ্ধ? —–চূর্ণবিচূর্ণ
১২. শব্দের দ্বিরুক্তি কত প্রকার? —–৩ প্রকার
১৩. কোনটি তৎসম শব্দ নয়? ——ঢাক
১৪. উপদেশাত্মক অনুভ ভাবের উদাহরণ কোনটি? —–মানুষ হও
১৫. ‘সূচয়নী’ কোন ধরনের গ্রন্থ? —–কবিতা সংকলন
১৬. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? —-১৮৪৩ সালের ১৬ আগস্ট
১৭. ‘খেউর গাওয়া’ বাগধারার অর্থ কী? ——গালাগালি করা
১৮. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? —–১৩ মে ১৯৪৭
১৯. কোনটি ‘কুহুক’ সমার্থক শব্দ নয়? —-বচন

জুনিয়র পরিসংখ্যান সহকারী

১. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?—-প্রমথ চৌধুরী
২. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে?—–শ্রুতিধর
৩. উপর্যুক্ত শব্দটির অর্থ কী?—–উপরে উল্লিখিত
৪. ‘হাত করা’ দ্বারা কী বোঝানো হয়েছে? —-পটানো
৫. ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? —–মহাজন
৬. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়? ——কোলন
৭. অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? —–কাঁচা বয়স
৮. ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী? ——দায়িত্ব গ্রহণ
৯. ‘পরীক্ষায় সফল হও।’ এটি কী ধরনের বাক্য? ——ইচ্ছাসূচক
১০. ‘গৃহহীন চিরদিন থাকে পরাধীন’- নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? —-কর্তৃকারকে শূন্য
১১. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ——পীতাম্বর (পীত অম্বর যাহার = পীতাম্বর (অর্থ শ্রীকৃষ্ণ).
১২. ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? —–কবিতাগুচ্ছ
১৩. তারিখ বাচক শব্দ? —–একুশে
১৪. ‘রাজ্ঞী’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? —–রাজ্ + নী
১৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচয়িতা কে? —-আনোয়ার পাশা
১৬. শুদ্ধ বানান কোনটি? ——পিপীলিকা
১৭. ‘বীরবল’ করা ছদ্মনাম? ——–প্রমথ চৌধুরী
১৮. ‘চাঁদ’-এর সমার্থক শব্দ নয় কোনটি?—–সবিতা
১৯. সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে—–লেখ্য

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)

১. কোন বানান গুচ্ছের সব বানানই অশুদ্ধ? —–নিরুণ, সূচয়, অনুর্ধব ‘
২. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? ——যৌগিক স্বরধ্বনি
৩. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?  —–অনমনীয়
৪. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল- এটি কোন ধরনের বাক্য? —–মিশ্র
৫. রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?  —-মাত্রাবৃত্ত
৬. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? —–রাজা রামমোহন রায়
৭. ‘উপরোধ’ শব্দের অর্থ কী? —–অনুরোধ
৮. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী? —–মাছ+ উয়া
৯. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা? —–মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১০. টা, টি খানা ইত্যাদি —-পদাশ্রিত নির্দেশক
১১. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? —-কাব্য
১২. ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কী হবে?—–জয়ন্তী
১৩. জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত —–নদী
১৪. ‘বাবাকে বড্ড ভয় পাই’- এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি? —-অপাদানে ২য়া
১৫. ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি? —–গণকী
১৬. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’- এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? —-বিশেষ্য
১৭. কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? —-আনন্দময়ীর আগমনে
১৮. কোনটি রবীন্দ্রনাথের রচনা? ——চতুরঙ্গ
১৯. সন্ধির প্রধান সুবিধা কী? —–উচ্চারণে সুবিধা
২০. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?—–গূঢ়

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)

১. কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল? —-আমি হব সকাল বেলার পাখি
২. ‘নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ ——নি:+ ঠুর
৩. স্বরবর্ণে কার চিহ্ন কয়টি——-১০টি
৪. সুঃখ এবং বিপদ একসাথে আসে’- এটি কোন শ্রেণির বাক্য? —–যৌগিক বাক্য
৫. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ এটি কার উক্তি? —–রবীন্দ্রনাথ ঠাকুর
৬. ‘নারিকেল’ কোন শ্রেণির শব্দ? —–তৎসম
৭. ‘হৃ’এর যুক্তবর্ণ কোনটি? ———–হ্ + ঋ
৮. কোন বাট্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? ————সে ঘুমায়
৯. ‘উপসর্গ’ কী? ——–ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
১০. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি? ————চাঁদ
১১. ‘আপণ’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ? ———–দোকান
১২. ‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ———–গরল
১৩. ‘হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ———কার্যে বিরতি
১৪. ‘বিধর বিড়ম্বনা’-এর বাগধারা কী? ——-অদৃষ্টের পরিহাস
১৫. ‘পাওয়ার আগে ভোগের আয়োজন’ কথাটির প্রবাদ কোনটি? —–গাছে কাঁঠাল গোঁফে তেল
১৬. যার দুহাত সমান চলে’ বাক্য সংকোচন কোনটি? —————সব্যসাচী
১৭. বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে? ————–লুইপা
১৮. ‘চন্দ্রাবতী’ কী? ————কাব্য
১৯. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? ———–মাইকেল মধুসূদন দত্ত
২০. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন? ———-যতীন্দ্র মোহন বাগচী

কারিগরি শিক্ষা অধিদপ্তর (প্রধান সহকারী)

১. ‘এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর।’- কে লিখেছেন? ——–বিদ্যাপতি
২. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’ পদটির রচয়িতা কে? ————জ্ঞানদাস
৩. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ————-ইউসুফ-জোলেখা
৪. ‘চন্দ্রাবতী’ কী? ———-কাব্য
৫. ‘নানান দেশের নানান ভাষ্য, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা।’- পঙ্ক্তিটির রচয়িতা কে? —-রামনিধি গুপ্ত
৬. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? —-ফোর্ট উইলিয়াম কলেজ
৭. ‘পদ্মা নদীর মাঝি’ কার লেখা? ——মানিক বন্দ্যোপাধ্যায়
৮. ‘দেয়াল’ রচনাটি কার? ————হুমায়ূন আহমদ
৯. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? ———–আরেক ফাল্গুন
১০. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি? ————একাত্তরের দিনগুলি
১১. ‘অনীক’ শব্দের অর্থ কী? ————সৈনিক
১২. ‘পোস্টমাস্টার’ ছোট গল্পের রচয়িতা কে? ——রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ? ———–ক্ষুধা+ঋত
১৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে  ১৫. ‘মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি? -মহান যে নদী
১৬. ‘জ্ঞানে বিমল আনন্দ হয়।’ কোন কারক?———– -করণ
১৭. ‘চাবি, জানালা, বালতি’- এগুলো কোন ভাষা থেকে এসেছে? ————পর্তুগিজ
১৮. ‘সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।’ এ বাক্যে ‘সৌন্দর্য কোন পদ? ————-বিশেষ্য
১৯. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ————ত্রিভুজ
২০. ‘নন্দিত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? ———–নিন্দিত

কারিগরি শিক্ষা অধিদপ্তর (বিভিন্ন পদ [কর্মচারী))

১. ‘ঘিলু’ শব্দের অর্থ কী? ————মগজ, মস্তিষ্ক, বুদ্ধি
২. চালাকের বিশেষ্য পদ কোনটি? —–চাতুর্য, চালাকি
৩. কোনটি ‘ঘর’ শব্দের সমার্থক শব্দ নয়?—–বিপণী
৪. বাংলা ভাষার মূল উৎস কোনটি? ———–প্রাকৃত
৫. কোন বাক্যটি শুদ্ধ? ————তুমি কি ঢাকায় যাবে?
৬. ‘শোক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? —————-হর্ষ
৭. কোন বানানটি শুদ্ধ নয়? ————উর্দ্ধ
৮. ‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ বাক্যটি ————যৌগিক
৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? ———–হাঙ্গর নদীর গ্রেনেড
১০. ‘প্রমাদ’ শব্দের অর্থ কী? ———ভুলভ্রান্তি
১১. কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? ———চৌকস লোক
১২. খনার বচন কী সংক্রান্ত? —————কৃষি
১৩. বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি? ————চর্যাপদ
১৪. ‘Wisdom’ শব্দের বাংলা প্রতিশব্দ? ——প্রজ্ঞা
১৫. ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ? ————ভবিষ্যৎ
১৬. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? ———৫০টি
১৭. ভাষা আন্দোলনভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা কে? ———–মুনীর চৌধুরী
১৮. যা চিরস্থায়ী নয়’-এর এক কথায় প্রকাশ কোনটি? ———-নশ্বর
১৯. ‘বিনয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? ————ঔদ্ধত্য

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন। (প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার)

১. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? ————–তত:+ অধিক
২. কোনটি সঠিক বানান? ————–পুনরুজ্জীবন
৩. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এর এক কথায় কী হবে? ————-অনিবার্য
৪. ‘ঘাটের মড়া’- বাগধারাটির অর্থ কী? ————-অতি বৃদ্ধ
৫. ‘গরীয়ান’ শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি? ———–গরিয়সী
৬. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ———–নিষেধ
৭. ‘তরঙ্গ’ শব্দের বহুবচন কী? ————-তরঙ্গমালা
৮. ‘রিকশা’ কোন ভাষার শব্দ? ————জাপানি
৯. কোনটি ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য? ———–পথের রাজা
১০. ‘ছন্দের জাদুকর’ বলা হয় কোন কবিকে?——- -সত্যেন্দ্রনাথ দত্ত

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (চিফ অডিটর)

১. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’- এক কথায় কী হবে? ———-অবিসংবাদী
২. ‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ কী? ————নিষ্ফল পরিশ্রম
৩. ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ———–তিরোভাব
৪. কোনটি সঠিক বানান? ———–নিষ্পন্ন
৫. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ——–মালিনী
৬. ‘সংযম’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? —————-সম + যম
৭. জীবনানন্দ দাশ বাংলাদেশকে কীসের দেশ বলেছেন? ————-নবান্নের
৮. ইংরেজি প্রবাদ ‘Look before you leap’-এর অর্থ কী? ——–ভাবিয়া করিও কাজ

বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ (চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ )

BEPZA (সহকারী ব্যবস্থাপক)

১. ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করেন কে? ————শাহ মুহম্মদ সগীর
২. ‘Prothesis’-এর বাংলা প্রতিশব্দ কোনটি? ———-আদি স্বরাগম
৩. কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? ——–শেষের কবিতা
৪. ‘আমমোক্তার’ শব্দে ব্যবহৃত ‘আম’ কোন বিদেশি উপসর্গ?————-আরবি
৫. ‘কাক ভূষণ্ডি’-এর অর্থ কী? ———–দীর্ঘায়ু ব্যক্তি
৬. শুদ্ধ বানান ———–শুশ্রূষা
৭. ‘অভিরাম’ শব্দের অর্থ কী? ————সুন্দর
৮. ‘Hand out’-এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো ———–জ্ঞাপন পত্র
৯. ‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? ————পর্তুগিজ
১০. Plagiarism-এর বাংলা প্রতিশব্দ কোনটি? ——কুম্ভিলকবৃত্তি
১১. কোনটি ভাববাচক বিশেষ্য? ———দর্শন
১২. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ? ———-তৎ + কর = তস্কর
১৩. কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ————দেশে-বিদেশে
১৪. কোন শব্দে স্বভাবগত নিয়মে ‘ষ’ বসেছে? ————–ষড়ঋতু

বিগত বছরের বাংলা প্রশ্ন ও উত্তর পার্ট ১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (সহকারী ব্যবস্থাপক)

১. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ——-বিপরীত
২. শুদ্ধ বানান ———বিভীষিকা
৩. যিনি বক্তৃতা দানে পটু ———বাগ্মী
৪. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? ———রবীন্দ্রনাথ ঠাকুর
৫. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক? ——মাইকেল মধুসূদন দত্ত
৬. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক? ———–প্রমথ চৌধুরী
৭. ‘Co-opted’-এর পরিভাষা কোনটি?——–সহযোজিত
৮. বাক্যের মৌলিক উপাদান কোনটি?  ————শব্দ
৯. রূপসী বাংলার কবি বলা হয় কাকে? ———- -জীবনানন্দ
১০. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কারা গ্রন্থের? ———–অন্নদামঙ্গল দাশ
১১. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে? ———-মাইকেল মধুসুদন দত্ত
১২. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেন ——–W. B Yeats
১৩. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী? ———–কারাগারের রোজনামচা
১৪. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? ———–১১টি
১৫. কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ————–ধূমকেতু
১৬. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ———–ইতিহাসবেত্তা
১৭.’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা ———বড়ু চণ্ডীদাস
১৮. ‘বিমান’ কোন ভাষার শব্দ? ———তৎসম
১৯. মৌমাছি কোন সমাস———-কর্মধারয় সমাস

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI (জুনিয়র ফিল্ড অফিসার)

১. কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহরণ? ————-আলুনি
২. একাধিক পদের এক পদীকরণের নাম ————সমাস
৩. কোন বাগধারটির অর্থ ‘মোসাহেব’? ———খয়ের খাঁ
৪. অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? —————বাবাকে বড্ড ভয় পাই
৫. ‘সারা রাত বৃষ্টি হয়েছে’- বাক্যেটির কারক চিহ্নিত কর  ————–অধিকরণ কারক
৬. ‘Township’-এর বাংলা পরিভাষা কী? ————-উপশহর
৭. অশুদ্ধ বানান স্বত্ত্ব শুদ্ধ বানান ————–পরিষেবা
৮. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ? ————-বর্মি
৯. ‘খোদা’ কোন ভাষার শব্দ? ————-ফারসি
১০. ‘ক্ষ’ এই যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ আছে? ————–হ্+ম
১১. কোনটি শিশধ্বনি? ———শ
১২. ‘লাফ > ফাল’- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?——————-ধ্বনি বিপর্যয়
১৩. ‘Manifesto’-এর বাংলা পরিভাষা কী? ————ইশতেহার
১৪. ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?  ————আখতারুজ্জামান ইলিয়াস
১৫. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? ——–বিশেষভাবে বিশ্লেষণ
১৬. কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?  ——–বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
১৭. ‘অগ্নি’ শব্দের সমার্থক নয় কোনটি?  —————মিহির

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১ আসা সকল প্রশ্ন 

ব্যাখ্যাসহ সমাধানবাংলাদেশ বিষয়াবলি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (১৯ মে, ২০২৩)

ব্যাখ্যাসহ সমাধানবাংলাদেশ বিষয়াবলি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (১৯ মে, ২০২৩) বাংলাদেশ বিষয়াবলি ১. ‘ভারত ছাড়’

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়:

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.