প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য ইংলিশ লিটারেচার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ইংলিশ লিটারেচারএর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
ইংলিশ লিটারেচার পার্ট-1
Classical Period (1200 BCE-450 AD)
এই যুগটি ইংরেজি সাহিত্যের যুগ না হলেও বিশ্ব সাহিত্যে এর অবদান রয়েছে। পৌরাণিক কাহিনী (Mythology) ও দেবদেবী নির্ভর গ্রীক ও রোমান সাহিত্যকর্মগুলো এ যুগে রচিত। Sophocles এ যুগের বিখ্যাত নাট্যকার। এছাড়াও সক্রেটিস, প্লেটো এরিস্টটল প্রমুখ দার্শনিকগণ ইতিহাস, দর্শন ও বিজ্ঞান বিষয়ে লিখেছেন। ইতিহাসের জনক হেরোডেটাস, গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিস এবং বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ‘খুকুভাইডিস’ এই যুগে জন্ম গ্রহণ করেছিলেন। গ্রিক সাহিত্য ও ট্র্যাজেডির জনক Aeschylus এ যুগের নাট্যকার। প্রাচীন গ্রিসের জাতীয় কবি Homer (জন্মান্ধ)।
Classical Greek Period (1200 ВСЕ -200 BCE)
Writer Literary Works
1.Homer —-Odyssey, Iliad
2.Sophocles—– Oedipus Rex, Antigone, Electra, Ajax
3.Aesop— Fables
4.Aeschylus—- Prometheus Bound, Agamemnon, Oresteia
5.Euripides— Heracles, Helena, The Cyclopes, Hippolytus, Andromache, The Trojan Women
6.Plato— The Republic, Symposium, Statesman
7.Aristotle— Poetics, The Politics, Rhetoric
8.Aristophanes— Lysitrata, The Birds, The Clouds, The Frogs
Classical Roman Period (200 BCE-450 AD)
Writer Literary Works
Virgil—Aencid
Ovid— Art of love, Metamorphoses, Heroids
Cicero—De Re Publica, De Officiis, In Verrem
বিসিএস কম্পিউটার
The Medieval Period (450 AD-1500 AD)
Old English literature (450-1066 AD)
-অন্য নাম- The Anglo-Saxon Period/ The oldest period
-জার্মানির দুধর্ষ Saxon জাতি ৪৫০ সালে ইংল্যান্ড দখল করে ইংরেজি ভাষা চর্চার উপর নিষেধাজ্ঞা জারি করে দরিদ্র ইংরেজদেরকে দাস-দাসীতে পরিণত করার পাশাপাশি সম্ভ্রান্তদের দেশ থেকে বিতাড়িত করে। সুতরাং, এ যুগে বিশুদ্ধ ইংরেজি ভাষার কোন সাহিত্য রচিত হয় নি। এ যুগের সাহিত্য লিখিত ছিল না, মৌখিক (oral) ছিল। এ যুগের Caedmon and Cynewulf নামক দুইজন কবি সম্পর্কে জানা যায়।
বিখ্যাত সাহিত্যকর্ম-
-The Husband’s Message; নির্বাসিত স্বামীর আকুতি নির্ভর
-The Ruin; বিষাদের সুর ধ্বনিত হয়েছে
-The Wife’s Lament
-The Seafarer; করুণ বিপর্যয় সত্ত্বেও সমুদ্রের প্রতি নাবিকের মোহ
-The Wanderer, ১১৫ লাইনের কবিতায় সুখের খোঁজে দুঃখের সুর বর্ণিত
-The Grave; এ যুগের সর্বশেষ কবিতা।
বিসিএস প্রিলি ও রিটেন দ্বিতীয় অংশঃ জীব বিজ্ঞান ১ম পার্ট
Beowulf
– ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন ও প্রথম মহাকাব্য: কবির নাম জানা যায় নি। জার্মান জাতির পূর্বপুরুষদের বীরত্বের কাহিনী নিয়ে ৮৯ শতকে রচিত। এই মহাকাব্যে ২ টি অংশ এবং ৩,১৮৩টি পঙক্তি আছে।
-এই মহাকাব্যের নায়ক Beowulf প্রথমে England-কে পাতালপুরীর রাক্ষসের হাত থেকে রখা করেছিলেন। পরে ড্রাগনের। হাত থেকে রক্ষা করতে গিয়ে মারা যান।
Cardmon (কাডেমন)
১। ইংরেজি সাহিত্যের এই আদিকবি (The First known poet) সপ্তম শতাব্দীর কবি। তাঁকে The Father of English Sacred Song, Anglo-Saxon যুগের Milton, Representative Poet বলা হয়।
প্রধান সাহিত্যকর্ম
-Genesis
-Paraphrase (বাইবেল গল্পের ছায়া অবলম্বনে রচিত)
-Caedmon’s Hymn/ Hymn of Caedmon (প্রধান কবিতা)
Cynewulf (সিনেউলফ)
-তাকে The Religious Poet of The Anglo Saxon Period বলা হয়।
-Adam Bede: The Ecclesiastical History of the English, ধর্মীয় ইতিহাস সম্পর্কিত বই।
-Andreas
-Juliana
-Elene
-The Fates of the Apostles
-The Christ (পরিচ্ছন্ন আধ্যাত্মিক চেতনার উজ্জ্বল প্রকাশ)
Saint Venerable Bede (673-735)
– ইংরেজি ভাষার প্রথম ইতিহাসবিদ। তিনি Doctor of the Church উপাধি পেয়েছিলেন। তাঁকে Father of English Learning বলা হয়। ল্যাটিন ভাষায় লেখালেখি করতেন। II
বিখ্যাত সাহিত্যকর্ম
-Death Song
-Historia Ecclesiastica Gentis Anglorum/The Ecclesiastical History of the English People
King Alfred the Great (848-899)
-৮৭১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা হয়েছিলেন। -তিনি The Law Governing (আইনের শাসক) উপাধি পেয়েছিলেন।
-তিনি ইংরেজি গদ্যের আদি নিদর্শন The Anglo Saxon Chronicle সংকলিত করেছিলেন। সে কারণে, তাঁকে Founder of English Prose বলা হয় (প্রশ্নপত্রের অপশনে King Alfred the Great বা John Wycliffe- এর নাম না থাকলে Francis Bacon উত্তর করতে হবে)
The Middle English Period (1066-1500)
-১০৬৬ সালে ফ্রান্সের নরম্যানরা এসে হেস্টিংস-এর যুদ্ধে Saxon-দের পরাজিত করে ইংল্যান্ড দখল করে ফরাসি ভাষা ও সংস্কৃতি জোর করে ইংরেজদের উপর চাপিয়ে দেয়।
-১০৯৬ থেকে ১২৯২ সাল পর্যন্ত ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড/ ধর্মযুদ্ধ পরিচালিত করেছিল। -নরম্যানরা ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য ১১৬৮ সালে Oxford এবং ১২০৯ সালে Cambridge বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
-প্রজাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাজাদের ক্ষমতা হ্রাসের যৌক্তিক দলিল Magna Charta ১২১৫ সালের ১৫ জুন রাদিমেড দ্বীপে স্বাক্ষরিত/ পাস। ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল/ Great charter of freedom বলা হয়।
-১২৯৫ সালে English Parliament প্রতিষ্ঠিত হয়।
-১৩৩৩ সালে কোপার্নিকাস ঘোষণা করেন- The Sun is the center of all planets. ইংল্যান্ডের রাজা Edward III ফ্রান্সের সিংহাসন দাবি করলে ১৩৩৭-১৪৫৩ সাল পর্যন্ত ইংল্যান্ড-ফ্রান্সের মান্ডে শতবর্ষ যুদ্ধ (Hundred Year War) হয়। এই যুদ্ধের মাধ্যমে ফ্রান্স থেকে প্লেগের মড়ক ইংল্যান্ডে আসে। সুতরাং ইংরেজ সৈন্যরা এই জাতীয় মারাত্মক ব্যাধিকে ‘ব্লাক ডেখ’ নামে অভিহিত করত।
-১৩৬২ সালে ইংরেজিকে ১ম বারের মত Language of Law and Court হিসেবে ঘোষণা।
-১৩৭৭ সালে প্রথম ‘পোল ট্যাক্স/ মাথাপিছু কর’ চালু হয়েছিল।
-১৪০০-১৫০০ খ্রিস্টাব্দকে Barren/ Dark Period (অন্ধকার যুগ) বলা হয়। ০০ ১৪৭৬৯ সালে William Caxton লন্ডনে প্রিন্টিং প্রেস স্থাপন করেন।
-১৪৭৭ সালে ইংল্যান্ডে প্রথম বই মুদ্রিত হয়। -১৪৯২ সালে ইতালিয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বাহামা দ্বীপে অবতরণের মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
-১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেন।
-ইংরেজি কবিতা/ সাহিত্যের জনক Geoffrey Chaucer এ যুগের সেরা কবি
-এ যুগেই Miracle Play, Mystery Play, Morality Play, Interlude নামক Drama-এর প্রচলন হয়।
BCS English Literature| BCS English literature preparation
Middle Age কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
The Anglo-Norman Age (1066-1350 AD)
The Age of Chaucer (1340-1400 AD) The Barren Age (1400-1500 AD) The
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে থেকে।
Anglo-Norman Age (1066-1350)
Dante (দান্তে, 1265-1321)
-পুরো নাম- Dante Alighieri। তাঁকে The great/ Supreme Poet of Italy (Chaucer এই উপাধি দিয়েছেন) এবং Father of the Italian Language বলা হয়।
-তাঁর বিখ্যাত কবিতা- Inferno (নরক)
-তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ- Divina Commedia or The Divine Comedy; এর ছায়া অবলম্বনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘ছায়াময়ী’ কাব্য রচনা করেন
BCS English Literature| BCS English literature preparation
Sir Gawain and the Green Knight
বিখ্যাত কবিতা:
Cleanness (Purity)
Patience The Pearl; কন্যার মৃত্যুতে শোকগ্রস্ত পিতার শোক প্রকাশ।
The Age of Chaucer (1340-1400)
JOHN WYCLIFFE John Wycliffe (উইক্লিফ, 1324-1438)
-Oxford University-এর শিক্ষক ছিলেন।
-এ তিনি ১ম বারের মত বাইবেল (The New Testament) ইংরেজিতে অনুবাদ করেন। -তাঁকে Father of English Prose, Reformer of English Church, Morning Star of the Reformation (১৩৭৭ সালে যাজকদের ধনলিপ্সা ও বিলাসবহুল ভোগের স্বরুপ দেখে প্রতিবাদ করায় এই উপাধি পান), Evening Star of English Scholasticism বলা হয়।
-বিখ্যাত সাহিয়াকর্ম
-On the Truth of Holy Scripture
-On Simony
John Gower (1325-1408)
-প্রথম English satire ‘Confession Amantis’-এর রচয়িতা। তিনি পেশায় জমিদার ছিলেন।
William Langland (1330-1400)
-তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ- Piers Plowman (Satirical Poem); ১৩৬২ সালে রচিত। যা সে যুগে স্বাধিকার রক্ষার আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।
Geoffrey Chaucer (জিওফ্রে চসার, 1340-1400 AD)
-14th Century-এর Representative Poet – -তিনি পেশায় কূটনীতিক, দার্শনিক ও রাষ্ট্রদূত ছিলেন।
-তাঁর বাবা ছিলেন একজন মদ ব্যবসায়ী। -১৩৬৭ খ্রিস্টাব্দে ফিলিপ্পাকে বিয়ে করেছিলেন।
-তাঁর সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য শিষ্টাচার/ সভ্যাচার (urbanity)।
-২৫ অক্টোবর, ১৪০০ খ্রিস্টাব্দে ওয়েস্ট মিনিস্টারের একটি কক্ষে মারা যান।
-তাঁকে Father of English Language/ English Poem/ English Literature/ Modern English Poetry এবং ‘The Morning Star of Renaissance’ বলা হয়। -তাঁর লেখা সাহিত্যকর্মগুলো-
-The Book of the Duchess; চসারের পৃষ্ঠপোষক John of Gaunt-এর স্ত্রী ব্ল্যাঙ্কী’র মৃত্যুতে রচিত।
-The Canterbury Tales; চসারের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ১৪৭৮ সালে গ্রন্থাকারে ১ম প্রকাশিত হয়। এতে মোট ২৪ টি গল্প আছে। বত্রিশ টি চরিত্র এবং প্রায় ১৭ হাজার লাইন আছে।
-The House of Fame, দান্তের Divine Comedy’র ছায়া অবলম্বনে স্বপ্নদর্শন বিষয়ক কাব্য।
-The Legend of Good Women; ৯ টি যুবতী নারীর সুন্দর অকলঙ্ক জীবনের কাহিনী বিষয়ক কাব্য।
-The Nun’s Priest Tale The Parliament of Fouls
-The Romance of the Rose • The Story of Grieselde
-Troilus and Criseyde; ৪ হাজার লাইন
Sir Thomas Malory (1415-1471)
-শতবর্ষের যুদ্ধে অংশগ্রহণকারী এই যোদ্ধা ইংরেজি সাহিত্যের First Romance in Prose (Prose fiction) Morte D’ Arthur-এর রচয়িতা।
Age of Barren/ Dark Age (1400-1500 AD)
এই সময় যোগাযোগের ভাষা ছিল ল্যাটিন। ইংরেজি ভাষায় তেমন কোন সাহিত্য রচিত হয় নি। তাই এই যুগকে Age of Barren/Dark Age বা অন্ধকার যুগ বলা হয়।
The Rennaissance Period (1500-1660)
-রেনেসাঁ চতুর্দশ শতকে প্রথমে ইতালির ফ্লোরেন্স শহরে এবং পরে ভেনিস ও রোম শহরে গুড়িয়ে পড়ে।
-Renaissance একটি ইতালীয় শব্দ Utalian word)। যার বাংলা অর্থ, পুনর্জনা/ পুনজাগরণ (rebirth/ revival of Roman & Greek Learning)) ও ইংল্যান্ডে রেনেসাঁ শুরু হয়- ১৫০০ সালে।
-ইতালিয় কবি পেত্রার্ককে Father of Renaissance! Humanism বলা হয়।
-রাজা রামমোহন রায়কে Father of the Bengal Renaissance বলা হয়।
এ যুগের বৈশিষ্ট
-Humanism
-Free Thinking
-Divine Rights of King
-Nationalism
-Individualism
-Change Reality through Art/ Imitation of Art
-Growth of vernaculars
-Scientific inquiry & exploration
Preparation for The Renaissance (1500-1558 AD)
-ইতালির Leonardo Da Vinci রেনেসাঁ যুগের শ্রেষ্ঠ চিত্রকর্ম The Last Supper, Mona Lisa, The Madona and Child, La Giaconda, Virtuvian Man এবং প্রথম হেলিকপ্টারের চিত্র অঙ্কন করেন।
-মাইকেল এঞ্জেলো ‘মোজেস’, ‘ডেভিড’, ‘পিয়েতো’ এবং The Creation of Adam নামক চিত্র অঙ্কন করেন।
Niccolo Machiavelli (1469-1527)
The Prince নামক গ্রন্থের রচয়িতা। তাঁকে Father of Modern Political Science বলা হয়। তিনি ক্ষমতায় আরোহণ কিংবা সাফল্য লাভের জন্য সকল অবৈধ পন্থাকে বৈধ মনে করতেন। সাহিত্যে Machiavellian Character বলতে Selfish Character বুঝায়।
Sir Thomas More (1478-1535)
-ব্রিটিশ আইনজীবী, কূটনীতিক, দার্শনিক
বিখ্যাত সাহিত্যকর্ম-
-Discussion on Political Subject -Biographies
-Last Rose of Summer
-Utopia (1516); অর্থ- Kingdom of Nowhere (কল্পরাজ্য/ কোথাও না)
Sir David Lindsey (1490-1555)
বিখ্যাত গ্রন্থ-
-Satire of the three Aestities
-The Testament of the Papingo
-The Complement
-The Dream; নরক ভ্রমণের কাহিনী নিয়ে রচিত।
Sir Thomas Wyatt (1503-1542)
১৫৩০ সালে ইংরেজি ভাষায় ১ম সনেট রচনা করেন। সেকারণে, তাঁকে Father of English Sonnet বলা হয়।
Nicholas Udall (1505-1556)
ইংরেজি সাহিত্যের First Comedy ‘Ralph Roister Doister’-এর রচয়িতা। এজন্য তাঁকে Father of English Comedy বলা হয়। উক্ত কমেডি Queen Marry-এর সামনে ১৫৫৩ সালে প্রথম মঞ্চস্থ হয়। এর বিষয়বস্তু- ব্যর্থ প্রেমের কাহিনী। (নায়ক- রালফ)।
-তাঁর বিখ্যাত interlude (স্তুতি সঙ্গীত)- Respublica
Henry Howard (1516/17-1547)
-ইংরেজি সাহিত্যে প্রথম Blank Verse প্রকাশ করেন।
-Virgil-এর Aeneid মহাকাব্যের প্রথম ইংরেজি অনুবাদক।
-Description of Spring নামক সনেটের রচয়িতা।
Thomas Norton (1532-1584) and Thomas Sackville (1536-1608)
-ইংরেজি সাহিত্যের প্রথম Tragedy- Gorboduc রচনা করেন। সেকারণে এদেরকে Pioneers of English Tragedy বলা হয়। এই নাটকের অন্য নাম Ferrex and Porrex। এটি Blank Verse-এ লেখা প্রথম নাটক। যা ১৫৬২ সালে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে থেকে।