Monday, March 10, 2025

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের  ছদ্মনাম ও উপাধি

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের  ছদ্মনাম ও উপাধি

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের  ছদ্মনাম ও উপাধি নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ছদ্মনাম ও উপাধি এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet) পাবেন। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

READ ALSO

ছদ্মনাম ও উপাধি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা যা জানা দরকার

ছদ্মনাম ও উপাধি থেকে সব চাকরির পরীক্ষায় প্রশ্ন প্রায় আসে।

এ জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল ছদ্মনাম ও উপাধি

১। অনন্ত বড়ু এর ছদ্ম নাম কি?

– বড়ু চন্ডিদাস।

২। অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্ম নাম কি? -নীহারিকা দেবী।

৩। আব্দুল কাদির এর উপাধি কি?

-ছান্দসিক কবি।

৪। আলাওল এর উপাধি কি?

– মহাকবি।

৫। আব্দুল করিম এর উপাধি কি?

– সাহিত্য বিশারদ।

৬। ঈশ্বর গুপ্ত এর উপাধি কি?

– যুগসন্ধিক্ষণের কবি।

৭। ঈশ্বরচন্দ্র এর উপাধি কি?

– বিদ্যাসাগর।

৮। কাজেম আল কোরায়েশী এর ছদ্মনাম কি?

– কায়কোবাদ।

৯। কাজী নজরুল ইসলাম এর উপাধি কি?

– বিদ্রোহী কবি।

১০। কালি প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি?

– হুতোম পেঁচা।

১১। গোবিন্দ্র দাস এর উপাধি কি?

– স্বভাব কবি।

১২। গোলাম মোস্তফা এর উপাধি কি?

-কাব্য সুধাকর।

১৩। বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম কি?

– বনফুল।

১৪। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর উপাধি কি?

– সাহিত্য সম্রাট।

১৫। বাহরাম খান এর উপাধি কি?

– দৌলত উজীর।

১৬। বিমল ঘোষ এর ছদ্মনাম কি?

– মৌমাছি।

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের  ছদ্মনাম ও উপাধি

১৭। বিহারীলাল চক্রবর্তী এর উপাধি কি?

– ভোরের পাখি।

১৮। বিদ্যাপতি এর উপাধি কি?

– পদাবলীর কবি।

১৯। বিষ্ণু দে এর উপাধি কি?

– মার্কসবাদী কবি।

২০। প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কি?

– বীরবল।

২১। ভারতচন্দ্র এর উপাধি কি?

– রায় গুনাকর।

২২। মধুসূদন দত্ত এর উপাধি কি?

– মাইকেল।

২৩। মালাধর বসু এর উপাধি কি?

– গুণরাজ খান।

২৪। মুকুন্দরাম এর উপাধি কি?

– কবিকঙ্কন

২৫। মুকুন্দ দাস এর উপাধি কি?

– চারণ কবি।

২৬। মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কি? -গাজী মিয়া।

২৭। মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কি?  -দৃষ্টিহীন।

২৮। মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কি? -সত্য সুন্দর দাস।

২৯। মোজাম্মেল হক এর উপাধি কি?

– শান্তিপুরের কবি।

৩০। যতীন্দ্রনাথ বাগচী এর উপাধি কি?

– দুঃখবাদের কবি।

৩১। রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি?

-বিশ্বকবি, নাইট।

৩২। রাজশেখর বসু এর ছদ্মনাম কি?

– পরশুরাম।

৩৩। রামনারায়ণ এর উপাধি কি?

– তর্করত্ন।

৩৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি?

– অপরাজেয় কথাশিল্পী।

৩৫। শেখ ফজলুল করিম এর উপাধি কি?

– সাহিত্য বিশারদ, রত্নকর।

৩৬। শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কি ?

– শওকত ওসমান।

৩৭। শ্রীকর নন্দী এর উপাধি কি?

– কবিন্দ্র পরমেশ্বর।

৩৮। সমর সেন এর উপাধি কি?

– নাগরিক কবি।

৩৯। সমরেশ বসু এর ছদ্মনাম কি?

-কালকুট।

৪০। রামনারায়ণ এর উপাধি কি?

– তর্করত্ন।

৪১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি?

– অপরাজেয় কথাশিল্পী।

৪২। শেখ ফজলুল করিম এর উপাধি কি?

– সাহিত্য বিশারদ, রত্নকর।

৪৩। শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কি ?

 -শওকত ওসমান।

৪৪। শ্রীকর নন্দী এর উপাধি কি?

– কবিন্দ্র পরমেশ্বর।

৪৫। সমর সেন এর উপাধি কি ?

– নাগরিক কবি।

৪৬। সমরেশ বসু এর ছদ্মনাম কি?

– কালকূট।

৪৭। সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি কি?

– ছন্দের যাদুকর।

৪৮। সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি?

– নীল লোহিত।

৪৯। সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কি?

– ক্লাসিক কবি।

৫০। সুকান্ত ভট্টাচার্য এর উপাধি কি?

– কিশোর কবি।

৫১। সুভাষ মুখোপাধ্যায় এব উপাধি কি?

– পদাতিকের কবি।

৫২। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি কি?

– স্বপ্নাতুর কবি।

৫৩। হেমচন্দ্র এর উপাধি কি?

– বাংলার মিল্টন

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের  ছদ্মনাম ও উপাধি

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার।’প্রেস সচিব’

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরারঃ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.