নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি

SSC প্রস্তুতি: বাংলা ব্যাকরণ ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নবম-দশম শ্রেণি ● বাংলা ব্যকরণ (২য় পত্র) ● বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
পরিচ্ছেদ ১ – ভাষা ও বাংলা ভাষা

পাঠ্যবইয়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
● চোখ    খ. কান   গ. নাক    ঘ. জিভ
২. ব্রেইল ভাষা ব্যবহার করে-
ক. শ্রবণ প্রতিবন্ধীরা        ● দৃষ্টি-প্রতিবন্ধীরা
গ. মানসিক প্রতিবন্ধীরা    ঘ. শারীরিক প্রতিবন্ধীরা
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
ক. ১৫ কোটি লোক           খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক          ● ৩০ কোটি লোক
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ           খ. ৫ম            ● ৬ষ্ঠ             ঘ. ৭ম
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়      খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়                  ● ইন্দো-ইরানীয়
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
ক. সংস্কৃত               খ. বাংলা
গ. পালি                   ● ক ও গ উভয়ই
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তম                    খ. সংস্কৃত
● পূর্ব ভারতীয় প্রাকৃত  ঘ. দ্রাবিড়ীয়
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
ক. মহাভারতে           ● চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে  ঘ. মঙ্গলকাব্যে
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী     খ. মণিপুরি       ● বাংলা          ঘ. কুটিল
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা      খ. ওড়িশা     ● ত্রিপুরা          ঘ. হরিয়ানা

READ ALSO

পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
১১. ইশারা ভাষা ব্যবহার করে কারা?
ক. দৃষ্টি-প্রতিবন্ধীরা            খ. শ্রবণ প্রতিবন্ধীরা
গ. শারীরিক প্রতিবন্ধীরা      ● বাক-প্রতিবন্ধীরা
১২. বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
ক. পনেরো কোটি          খ. সতেরো কোটি
● ষোলো কোটি              ঘ. আঠারো কোটি
১৩. ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
ক. ৮ কোটি            খ. ৯ কোটি
● ১০ কোটি           ঘ. ১১ কোটি
১৪. নিচের কোনটি ভাষা-পরিবার?
ক. প্রাকৃত              ● অস্ট্রো-এশীয়
গ. ইন্দো-ইরানীয়    ঘ. ফারসি
১৫. ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি?
● মুখবিবর খ. চোয়াল
গ. শ্বাসনালি ঘ. আলজিভ
১৬. নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ?
● কণ্ঠ      খ. নাক       গ. চোখ           ঘ. ঠোঁট
১৭. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়-
ক. বাক্য   ● শব্দ       গ. ভাষা         ঘ. পদ
১৮. কী দিয়ে বাক্য গঠিত হয়?
● শব্দের গুচ্ছ দিয়ে        খ. বর্ণের গুচ্ছ দিয়ে
গ. ধ্বনির গুচ্ছ দিয়ে      ঘ. অর্থের গুচ্ছ দিয়ে
১৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
● ভাষা          খ. ধ্বনি       গ. বর্ণ         ঘ. শব্দ
২০. ভাষার ক্ষেত্রে প্রযোজ্য-
ক. ভাষা শুধু কানে শোনার বিষয়
● ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়
গ. ভাষা শুধু মুখে বলার বিষয়
ঘ. ক ও গ
২১. দৃষ্টি-প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয়-
ক. সমান্তরাল করে
● উঁচু-নিচু করে
গ. ছাপার লেখার মতো করে
ঘ. বইয়ের লেখার মতো করে
২২. নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয়?
● হাত দিয়ে অনুভব করে
খ. খালি চোখে
গ. কাঠি দিয়ে
ঘ. চশমা দিয়ে
২৩. বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয়-
ক. উপভাষা              খ. ব্রেইল ভাষা
গ. উপজাতির ভাষা   ● ইশারা ভাষা
২৪. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?
● ইন্দো-ইউরোপীয়    খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়               ঘ. চীনা-তিব্বতীয়
২৫. অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার-
ক. শত্রু          ● আত্মীয়         গ. মিত্র            ঘ. অনাত্মীয়
২৬. ইন্দো-ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি?
ক. প্রাকৃত                   খ. অস্ট্রো-এশীয়
● ইন্দো-ইরানীয়           ঘ. ফারসি
২৭. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪০         ● ৫০          গ. ৬০             ঘ. ৭০
২৮. কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
ক. ৪০০০       ● ২৫০০         গ. ৬০০০         ঘ. ৭০০০
২৯. ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
ক. দক্ষিণ-ভারতীয়          খ. উত্তর-ভারতীয়
গ. পশ্চিম-ভারতীয়         ● পূর্ব-ভারতীয়
৩০. ভাষার মূল উপাদান কী?
ক. বাক্য    খ. বর্ণ         গ. শব্দ          ● ধ্বনি
৩১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
● ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
৩২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. আচরণ           ● ভাষা
গ. ইঙ্গিত             ঘ. অঙ্গভঙ্গি
৩৩. মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
ক. ঠোঁটের সাহায্যে
খ. কলমের সাহায্যে
গ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
● বাগযন্ত্রের সাহায্যে
৩৪. মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
ক. শব্দ       ● ভাষা      গ. বাক্য          ঘ. ধ্বনি
৩৫. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?
ক. প্রায় বিশ               ● প্রায় ত্রিশ
গ. প্রায় পঁচিশ               ঘ. প্রায় পঞ্চাশ
৩৬. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজারের ওপর
● সাড়ে তিন হাজারের ওপর
গ. সাড়ে সাত হাজারের ওপর
ঘ. পাঁচ হাজারের ওপর
৩৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
ক. আসাম                    ● পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ            ঘ. গুজরাট
৩৮. সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?
ক. চলিত রূপের          খ. সাধু রূপের
● আঞ্চলিক রূপের      ঘ. আদর্শ চলিত রূপের
৩৯. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্য ভাষা         ● উপভাষা
গ. চলিত ভাষা            ঘ. সাধু ভাষা
৪০. বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে?
ক. দ্রাবিড়ীয় ভাষা    খ. গৌড়ীয় ভাষা
● বাংলা ভাষা          ঘ. সিংহলি ভাষা
৪১. কোন প্রদেশের ভাষা বাংলা?
● আসাম               খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ       ঘ. গুজরাট
৪২. বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা?
ক. পালি         খ. সংস্কৃত
গ. ইংরেজি       ● ওড়িয়া
৪৩. ধ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে?
● পালি খ. প্রাকৃত গ. অপভ্রংশ ঘ. অহমিয়া
৪৪. ইন্দো-ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি?
ক. প্রাকৃত             খ. অস্ট্রো-এশীয়
● ইন্দো-ইরানীয়    ঘ. ফারসি
৪৫. পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
● এক হাজার খ. দেড় হাজার
গ. দুই হাজার ঘ. আড়াই হাজার
৪৬. ‘চর্যাপদ’ আবিষ্কার করেন কে?
● হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. অমিতকুমার বন্দ্যোপাধ্যায়
৪৭. বাংলা ভাষার স্বাতন্ত্র্য রয়েছে-
● কালগত ও স্থানগত
খ. বিষয়গত ও কালগত
গ. পরিবেশগত ও স্থানগত
ঘ. অবস্থানগত ও উচ্চারণগত
৪৮. বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায় কী ভেদে?
ক. প্রশাসনিক বিবেচনায়
● ভৌগোলিক এলাকাভেদে
গ. পরিবেশভেদে
ঘ. রাজনৈতিক বিবেচনায়
৪৯. বাংলা ভাষার রয়েছে নিজস্ব-
ক. সমালোচক খ. অফিস
গ. গ্রন্থ             ● লিপি
৫০. সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে কোন লিপিতে লেখা হতো?
● বাংলা লিপি              খ. চীনা লিপি
গ. অশোক শিলালিপি  ঘ. তুঘরা লিপি

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি

বাংলা ব্যাকরণ (২য় পত্র) এমসিকিউ: নবম-দশম শ্রেণির জন্য সঠিক উত্তরসহ সমাধান

নবম-দশম শ্রেণি বাংলা ব্যাকরণ MCQ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর

SSC প্রস্তুতি: বাংলা ব্যাকরণ ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি

ব্যাখ্যাসহ সমাধান: ২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ● আন্তর্জাতিক বিষয়াবলি

ব্যাখ্যাসহ সমাধান: ২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ● আন্তর্জাতিক বিষয়াবলি ২০তম বিসিএস: আন্তর্জাতিক বিষয়াবলি ● সমাধানসহ

Read More »

ব্যাখ্যাসহ সমাধান: ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ● আন্তর্জাতিক বিষয়াবলি

ব্যাখ্যাসহ সমাধান: ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ● আন্তর্জাতিক বিষয়াবলি ২১তম বিসিএস: আন্তর্জাতিক ● ব্যাখ্যাসহ সমাধান

Read More »

ব্যাখ্যাসহ সমাধান: ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (আন্তর্জাতিক বিষয়াবলি)-বিসিএস প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যয়ন

ব্যাখ্যাসহ সমাধান: ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (আন্তর্জাতিক বিষয়াবলি)-বিসিএস প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যয়ন ২২তম বিসিএস: আন্তর্জাতিক

Read More »

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি SSC প্রস্তুতি: বাংলা ব্যাকরণ ২য়

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.