নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি
SSC প্রস্তুতি: বাংলা ব্যাকরণ ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নবম-দশম শ্রেণি ● বাংলা ব্যকরণ (২য় পত্র) ● বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
পরিচ্ছেদ ১ – ভাষা ও বাংলা ভাষা
পাঠ্যবইয়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
● চোখ খ. কান গ. নাক ঘ. জিভ
২. ব্রেইল ভাষা ব্যবহার করে-
ক. শ্রবণ প্রতিবন্ধীরা ● দৃষ্টি-প্রতিবন্ধীরা
গ. মানসিক প্রতিবন্ধীরা ঘ. শারীরিক প্রতিবন্ধীরা
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
ক. ১৫ কোটি লোক খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক ● ৩০ কোটি লোক
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ খ. ৫ম ● ৬ষ্ঠ ঘ. ৭ম
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয় খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয় ● ইন্দো-ইরানীয়
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. পালি ● ক ও গ উভয়ই
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তম খ. সংস্কৃত
● পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ. দ্রাবিড়ীয়
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
ক. মহাভারতে ● চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে ঘ. মঙ্গলকাব্যে
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী খ. মণিপুরি ● বাংলা ঘ. কুটিল
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা খ. ওড়িশা ● ত্রিপুরা ঘ. হরিয়ানা
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
১১. ইশারা ভাষা ব্যবহার করে কারা?
ক. দৃষ্টি-প্রতিবন্ধীরা খ. শ্রবণ প্রতিবন্ধীরা
গ. শারীরিক প্রতিবন্ধীরা ● বাক-প্রতিবন্ধীরা
১২. বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
ক. পনেরো কোটি খ. সতেরো কোটি
● ষোলো কোটি ঘ. আঠারো কোটি
১৩. ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
ক. ৮ কোটি খ. ৯ কোটি
● ১০ কোটি ঘ. ১১ কোটি
১৪. নিচের কোনটি ভাষা-পরিবার?
ক. প্রাকৃত ● অস্ট্রো-এশীয়
গ. ইন্দো-ইরানীয় ঘ. ফারসি
১৫. ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি?
● মুখবিবর খ. চোয়াল
গ. শ্বাসনালি ঘ. আলজিভ
১৬. নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ?
● কণ্ঠ খ. নাক গ. চোখ ঘ. ঠোঁট
১৭. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়-
ক. বাক্য ● শব্দ গ. ভাষা ঘ. পদ
১৮. কী দিয়ে বাক্য গঠিত হয়?
● শব্দের গুচ্ছ দিয়ে খ. বর্ণের গুচ্ছ দিয়ে
গ. ধ্বনির গুচ্ছ দিয়ে ঘ. অর্থের গুচ্ছ দিয়ে
১৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
● ভাষা খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ
২০. ভাষার ক্ষেত্রে প্রযোজ্য-
ক. ভাষা শুধু কানে শোনার বিষয়
● ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়
গ. ভাষা শুধু মুখে বলার বিষয়
ঘ. ক ও গ
২১. দৃষ্টি-প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয়-
ক. সমান্তরাল করে
● উঁচু-নিচু করে
গ. ছাপার লেখার মতো করে
ঘ. বইয়ের লেখার মতো করে
২২. নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয়?
● হাত দিয়ে অনুভব করে
খ. খালি চোখে
গ. কাঠি দিয়ে
ঘ. চশমা দিয়ে
২৩. বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয়-
ক. উপভাষা খ. ব্রেইল ভাষা
গ. উপজাতির ভাষা ● ইশারা ভাষা
২৪. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?
● ইন্দো-ইউরোপীয় খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয় ঘ. চীনা-তিব্বতীয়
২৫. অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার-
ক. শত্রু ● আত্মীয় গ. মিত্র ঘ. অনাত্মীয়
২৬. ইন্দো-ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি?
ক. প্রাকৃত খ. অস্ট্রো-এশীয়
● ইন্দো-ইরানীয় ঘ. ফারসি
২৭. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪০ ● ৫০ গ. ৬০ ঘ. ৭০
২৮. কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
ক. ৪০০০ ● ২৫০০ গ. ৬০০০ ঘ. ৭০০০
২৯. ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
ক. দক্ষিণ-ভারতীয় খ. উত্তর-ভারতীয়
গ. পশ্চিম-ভারতীয় ● পূর্ব-ভারতীয়
৩০. ভাষার মূল উপাদান কী?
ক. বাক্য খ. বর্ণ গ. শব্দ ● ধ্বনি
৩১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
● ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
৩২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. আচরণ ● ভাষা
গ. ইঙ্গিত ঘ. অঙ্গভঙ্গি
৩৩. মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
ক. ঠোঁটের সাহায্যে
খ. কলমের সাহায্যে
গ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
● বাগযন্ত্রের সাহায্যে
৩৪. মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
ক. শব্দ ● ভাষা গ. বাক্য ঘ. ধ্বনি
৩৫. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?
ক. প্রায় বিশ ● প্রায় ত্রিশ
গ. প্রায় পঁচিশ ঘ. প্রায় পঞ্চাশ
৩৬. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজারের ওপর
● সাড়ে তিন হাজারের ওপর
গ. সাড়ে সাত হাজারের ওপর
ঘ. পাঁচ হাজারের ওপর
৩৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
ক. আসাম ● পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ ঘ. গুজরাট
৩৮. সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?
ক. চলিত রূপের খ. সাধু রূপের
● আঞ্চলিক রূপের ঘ. আদর্শ চলিত রূপের
৩৯. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্য ভাষা ● উপভাষা
গ. চলিত ভাষা ঘ. সাধু ভাষা
৪০. বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে?
ক. দ্রাবিড়ীয় ভাষা খ. গৌড়ীয় ভাষা
● বাংলা ভাষা ঘ. সিংহলি ভাষা
৪১. কোন প্রদেশের ভাষা বাংলা?
● আসাম খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ ঘ. গুজরাট
৪২. বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা?
ক. পালি খ. সংস্কৃত
গ. ইংরেজি ● ওড়িয়া
৪৩. ধ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে?
● পালি খ. প্রাকৃত গ. অপভ্রংশ ঘ. অহমিয়া
৪৪. ইন্দো-ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি?
ক. প্রাকৃত খ. অস্ট্রো-এশীয়
● ইন্দো-ইরানীয় ঘ. ফারসি
৪৫. পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
● এক হাজার খ. দেড় হাজার
গ. দুই হাজার ঘ. আড়াই হাজার
৪৬. ‘চর্যাপদ’ আবিষ্কার করেন কে?
● হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. অমিতকুমার বন্দ্যোপাধ্যায়
৪৭. বাংলা ভাষার স্বাতন্ত্র্য রয়েছে-
● কালগত ও স্থানগত
খ. বিষয়গত ও কালগত
গ. পরিবেশগত ও স্থানগত
ঘ. অবস্থানগত ও উচ্চারণগত
৪৮. বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায় কী ভেদে?
ক. প্রশাসনিক বিবেচনায়
● ভৌগোলিক এলাকাভেদে
গ. পরিবেশভেদে
ঘ. রাজনৈতিক বিবেচনায়
৪৯. বাংলা ভাষার রয়েছে নিজস্ব-
ক. সমালোচক খ. অফিস
গ. গ্রন্থ ● লিপি
৫০. সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে কোন লিপিতে লেখা হতো?
● বাংলা লিপি খ. চীনা লিপি
গ. অশোক শিলালিপি ঘ. তুঘরা লিপি
নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২য় পত্র): বহুনির্বাচনি প্রশ্নোত্তরসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলা ব্যাকরণ (২য় পত্র) এমসিকিউ: নবম-দশম শ্রেণির জন্য সঠিক উত্তরসহ সমাধান
নবম-দশম শ্রেণি বাংলা ব্যাকরণ MCQ: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর
SSC প্রস্তুতি: বাংলা ব্যাকরণ ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে