SSC and HSC English 2nd Paper
Completing Sentence Shortcut Rules (বাংলা অর্থসহ)
[এই শীটটি Eduexplain.com থেকে ডাউনলোড করা হয়েছে। ইংরেজি গ্রামারের অন্যান্য শীট ফ্রিতে পেতে ভিজিট করো eduexplain.com]
Rule 1 ► That/so that/in order that (যাতে)
Structure 1: Present Tense → that/so that/in order that → subject +can/will/may + V1 + obj/ext.
Structure 2: Past Tense→ that/so that/in order that → subject + could/would/might + V1 + obj/ext.
Example:
-
We eat so that we can survive. (আমরা খাই, যাতে করে আমরা বাাঁচতে পারি/লড়াই করতে পারি)
-
We ate so that we could survive. (আমরা খেয়েছি, যাতে করে আম বাাঁচকতে/লড়াই করতে পারতাম)
-
We eat so that we may live. (আমরা খাই, যাতে করে আমরা বাাঁচকে পারি)
-
The farmers sow seeds that they may get a harvest. (কৃষক বীজ বপন করে, যাতে করে তারা ফসল পেতে পারে)
-
I closed the door so that he might not enter the room. (আমি দরজাটি বন্ধ করেছি, যাতে করে সে কক্ষে প্রবেশ করতে না পারে)
-
She saved money in order that she could buy a gift. (সে টাকা জমিয়েছিল, যাতে করে সে একটি উপহার কিনতে পারত)
Rule 2 ► As if/as though (এমন… যেন)
Structure 1: Present Tense→ as if/as though → subject + V2 + object. Or Subject + were + object.
Structure 2: Past Tense→ as if/as though → subject + had + V3 + object. Or Subject + had been + object.
Example:
-
He talks as if he knew everything. (সে এমনভাবে বলছে যেন সে সবই জানত)
-
She spoke as if she had known everything. (সে এমনভাবে বলল যেন সবই জানে)
Rules 3 ► Lest/In case (যাতে.. না/ নতুবা)
Structure: Any Tense→ Lest→ subject + should/might + V1 + object.
Example:
-
1. Walk fast lest you should miss the train. (দ্রুত হাঁট নতুবা তুমি ট্রেনটি মিস করবে)
-
I wrote down her address in case I should forget it. (আমি তার ঠিকানা লিখে রেখেছি নতুবা আমি এটি ভুলে যাব)
-
I’ve bought a chicken in case Raj should stay for lunch. (আমি একটি চিকেন/মুরগি কিনেছি যাতে রাজ লাঞ্চে থাকতে পারে)
-
They kept watching all night lest robbers should come. (রাতা সারারাত দেখেছিল নতুবা ডাকতে আসত)
-
We must take care lest evil thoughts enter our hearts. (আমাদের সতর্ক হতে হবে যাতে কু-চিন্তা আমাদের হৃদয়ে প্রবেশ করতে না পারে)
-
We must take immediate action lest it grew worse. (আমাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যাতে এটি আরও খারাপ না হয়।)
-
He hide in the woods lest the soldiers would find him. (সে জঙ্গলে লুকিয়েছিল যাতে সৈন্যরা তাকে খুজে না পায়।)
-
Take your umbrella lest you should get wet. (আপনার ছাতা নিন যাতে আপনি ভিজে না যান।)
Rule 4 ► Though/although (যদিও)
1st Clause (কারণ) |
2nd Clause (ফলাফল) |
Positive meaningful sentence |
Negative meaningful sentence |
Negative meaningful sentence |
Positive meaningful sentence |
Example:
-
Though he is poor, he is honest. (যদিও সে দরিদ্র, সে সৎ)
-
Though he knows English, he cannot speak in it. (যদিও সে ইংরেজি জানে, সে এটিও কথা বলতে পারে না)
Rule 5 ► Though/although (যদিও)
Structure: No sooner had + subject + V3 + object → than/before + subject + V2 + object.
Example:
-
No sooner had I reached the station than the train left. (আমি স্টেশনে পৌঁছাতেই ট্রেনটি চলে গেল)
-
No sooner had we entered the room than they started clapping. (আমি কক্ষে প্রবেশ করতে না করতেই তারা হাতে তালি দেয়া গুরু করল)
-
No sooner had the teacher entered the class than students kept quiet. (শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা চুপ হয়ে গেল)
-
No sooner had we seen Eva than she started waying. (আমরা ঈভাকে দেখতে না দেখতেই সে হাত দোলাতে গুরু করল)
-
No sooner had the watchman seen the police officer than he started saluting. (প্রহরী পুলিশ অফিসারকে দেখতে না দেখতেই স্যালুট দিতে শুরু করল)