Sunday, February 2, 2025

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এবং সম্ভাবনাময় প্রশ্নের সমাধান বাংলা সাহিত্য

READ ALSO

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগত এবং সম্ভাবনাময় প্রশ্নের সমাধান
বাংলা সাহিত্য
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ
১। বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি?
-অস্ট্রিক।
২। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলো আদিম উৎস কি?
-অনার্য ভাষা।
৩। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?
-বৈদিক ভাষা।
৪। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি?
-ঋগ্বেদ।
৫। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
-ইন্দো- ইউরোপীয়।
৬। ইন্দো- ইউরোপীয় ভাষায় কয়টি শাখা?
-দুটি।
৭। “প্রাকৃত” শব্দটির অর্থ?
-স্বাভাবিক।
৮। বাংলা ভাষার উদ্ভব হয়েছে-
– প্রাকৃত ভাষা থেকে।
৯। ‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’। এ মতের প্রবক্তা কে?
-ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১০। ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ এর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
-গৌড়ীয় প্রাকৃত।
১১। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
-বঙ্গ- কামরূপী।
১২। অপভ্রংশ কথার অর্থ কি?
-বিকৃত।
১৩। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
-অপভ্রংশের কাছে।
১৪। ড. মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে বাংলা ভাষার উদ্ভব কাল কবে?
-৬৫০ খ্রিস্টাব্দ।
১৫। বাংলা ভাষার উদ্ভব হয়-
– সপ্তম খ্রিস্টাব্দে।
১৬। বাংলা ভাষার বয়স কত?
-প্রায় এক হাজার বছর।

বিস্তারিত জানতে এখানে দেখুন 

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.